রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নিবন্ধন

ভেড়ামারায় প্রথম দিনেই দীর্ঘ লাইন : চরম ভোগান্তি

মনির উদ্দিন মনির : মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কৃষি খাতে ১০ হাজার কর্মী নিয়োগে গতকাল শনিবার খুলনা ও চট্টগ্রাম বিভাগের নিবন্ধনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রথম দিনেই বিপুল সাড়া পাওয়া গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেকার যুবকদের নিবন্ধনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ইন্টারনেটের শ্লথগতি, পাসওয়ার্ড সমস্যার কারনে নিবন্ধন করতে হিমসীম খেতে হয়েছে তথ্যসেবা কেন্দ্রর কর্মকর্তাদের। উপজেলা প্রশাসন তথ্যসেবা সহকারী নিয়োগ দিয়ে দ্রুত নিবন্ধন করা এবং ভোগান্তি লাঘবে চেষ্টা করেও ভোগান্তিÍ এড়ানো যায়নি। দুপুর ১২ টা পর্যন্ত বাহাদুরপুর ইউপি কেন্দ্রে মাত্র ৭ টি ফরম নিবন্ধন করা সম্ভব হয়েছে। এ র্দীঘ সময় তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তারা পড়েন চরম বিড়ম্বনায়। তথ্যসেবা কেন্দ্রের মহিলা কর্মকর্তা সাজেদা খাতুন ইন্টারনেটের শ্লথগতি সহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন। বলেছেন, নিবন্ধনের জন্য সব কাজ শেষ করার পর সেন্ড বাটনে চাপলেই ওকে না হয়ে সাদা

মালেশিয়ায় নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মিরপুরে এক জনকে ১৫দিনের কারাদন্ড


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মিরপুরে মালেশিয়ায় গমন ইচ্ছুকদের নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার বহলবাড়ী ইউনিয়নের ইউ আই সির ফরম পুরোনের দায়িত্বে নিয়োজিত ওই ব্যক্তিকে এ কারাদনাড প্রদান করা হয়।

মালেশিয়ায় যেতে ইচ্ছুক কৃষি শ্রমিক নিয়োগে কুষ্টিয়ায় নিবন্ধন শুরু : অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কুদরতে খোদা সবুজ : সরকারী ব্যবস্থাপনায় মালেশিয়ায় যেতে ইচ্ছুক কৃষি শ্রমিক নিয়োগে জন্য সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও শনিবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৬ উপজেলার ৬৪ ইউনিয়ন এবং ৫টি পৌর এলাকাসহ মোট ৬৯টি তথ্য সেবা কেন্দ্রে সকাল ৯টা থেকে একার্যক্রম শুরু হয়। সকাল থেকেই উৎসাহী যুবকসহ বিভিন্ন বয়সীদের নিবন্ধনের জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোতে ভিড় করতে দেখা গেছে এবং লাইনে দাড়িয়ে তারা একার্যক্রমে অংশ নিচ্ছে। তবে জেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক

গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা হবে : মজর জেনারেল নাজিম উদ্দিন

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি বলেছেন, পর্যায়ক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সমস্যা চিহিৃত করে তা সমাধানের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী ও যুগপোযোগী করার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে এ বাহিনীর প্রতিটি সদস্যের মেধা ও শ্রম রয়েছে। বিশাল এ বাহিনীর নানা সমস্যা রয়েছে। সীমাবদ্ধতা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়। তারপরও আমি যতোদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকব ততোদিন সব সমস্যা সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করব। শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভালুকা গ্রামে এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা

ইবি জিয়া পরিষদের বিবৃতি

গত ১৭ জানুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে সংকট নিরসন ও ক্লাশ পরীক্ষা চালুর দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল উত্তর সমাবেশ করলে ছাত্রলীগ তাদের উপর নির্মম ও বর্বোরচিত হামলা চালায়। ছাত্রলীগের হামলায় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। শুধু হামলা নয় ছাত্রদলের সভাপতিসহ ৯জনকে গ্রেফতার করে ছাত্রলীগ ও বর্তমান প্রশাসন ৫৭ জন নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করায় জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২০১৭ এর সাধারণসভায় আজগর আলী

নিজস্ব প্রতিবেদক : প্রতিটি ইমারত নির্মাণের ক্ষেত্রে নির্মাণ শ্রমিকের ভূমিকা রয়েছে। কোনমতেই এদের খাট করে দেখার সুযোগ নেই। বাড়ীর সৌন্দর্য্য বর্ধনে যতেষ্ট অবদান রয়েছে। তাই শ্রমিকের কল্যাণে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন পাশাপাশি শ্রমিকের কল্যাণে ইউনিয়নকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। গত শুক্রবার সকাল ১১টায় হাউজিং জেল খানা মোড় সংলগ্ন গড়াই মহিলা কলেজ চত্বরে কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২০১৭ এর সাধারণসভায় প্রদান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আজগর আলী উপরোক্ত কথাগলো বলেন। কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২০১৭-এর সাধারণসভায় সভাপতিত্ব করেন

ছাত্র সমাজের ত্যাগের মাধ্যমেই আদর্শিক বিপ্লব সংগঠিত হবে : ইসলামী আন্দোলনের মহাসচিব

হাওয়া ডেস্ক : গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের ২য় দিনে কেন্দ্রীয় সভাপতি মু: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ছাত্র আন্দোলনের সর্বোচ্চ স্তর মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন বর্তমান সরকার দেশের সংবিধান থেকে ইসলামকে উঠিয়ে দেয়ার সাথে সাথে জাতির চিন্তা চেতনা থেকেও ইসলাম উঠিয়ে দিতে চায়। তার বাস্তব প্রমান হল নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন এর কিছুদিন পূবের্র বায়তুল মোকাররমে প্রদত্ত বক্তব্য। আমরা প্রত্যয় ব্যক্ত করছি সরকারের এ চক্রান্ত বাস্তবায়িত হতে দেয়া হবেনা। তিনি আরো বলেন ইসলামী হুকুমতের জন্য ছাত্র সমাজের ত্যাগের বিকল্প নেই, আর ত্যাগের বিনিময়েই অর্জিত হবে ইসলামী বিপ্লব। সম্মেলনে আরো