ষ্টাফ রিপোটার : হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) সহ কয়েকটি সংগঠনের ডাকা গতকালের সকাল সন্ধ্যা হরতালে কুষ্টিয়ার জীবনযাত্রা ছিলো অনেকটা স্বাভাবিক। সকালে হরতাল সমর্থনে শহরে ক্ষুদ্র মিছিল বের করা ছাড়া অন্য কোন কর্মকান্ড চোখে পরেনি। গতকাল সকাল থেকেই শহরের কয়েকটি দোকান বন্ধ ছাড়া প্রায় সকল দোকানপাট ছিলো খোলা। অন্যান্য দিনের মত শহরের এনএস
রবিবার, এপ্রিল ০৭, ২০১৩
খোকসায় তাশ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : বাড়ি ভাঙচুর লুটপাট
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার খোকসায় তাশ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার ওসমানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় এলকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় সময় সাবেক সেনা সদস্য মিরাজ এর ভাই লিয়াকত, ভাতিজা রাজু, সবা, মিরাজ ও প্রতিবেশী শওকত স্থানীয় লিচু বাগানে তাশ খেলছিল। তাশ খেলার এক পর্যায়ে লিয়াকতসহ অন্যরা শওকতকে এলোপাথারী ভাবে মারতে থাকে। শওকতকে বাঁচাতে চাচত ভাই মনোয়ার এগিয়ে গেলে তারা তাকেও মারপিট শুরু করে। এক পর্যায়ে সাবেক সেনা সদস্য মিরাজ তার সন্ত্রাসী বাহিনী ও ধারালো অস্ত্র নিয়ে মনোয়ারের বাড়িত হামলা চালায়। এ সময় মনোয়ারকে বাড়িতে না পেয়ে তার বাড়ি ও দোকান ভাঙচুর করে এবং নগদ প্রায় ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দরীদ্র মনোয়াকে হয়রানী করতে সাবেক এ সেনা সদস্য’র ভাজিতা মাসুদ আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ
মিরপুরে আওয়ামী লীগ নেতা অপহরণ
মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাসুম আলী নামের এক আওয়ামীলীগ নেতা অপহরন হয়েছে। শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাসুম আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। মাসুম আলীর চাচা মতিয়ার রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ও মাসুম একই মোটরসাইকেলে স্থানীয় পান হাটে যাওয়ার সময় দুটি মোটরসাইকেল নিয়ে আসা
কুষ্টিয়ায় বাসার ক্রিকেট কেয়ার ৫ উইকেটে জয়ী
ষ্টাফ রিপোর্টার : ওয়ালটন বাংলাদেশ এর সহযোগিতায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পরিচালনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে চলছে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩। গতকাল বাসার ক্রিকেট কেয়ার গ্লাডিওয়ার্স একাডেমি ৫ উইকেটে ফ্রেন্ডস ওয়ারীআর্সকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডস ওয়ারীআর্স। নির্ধারিত ২০ ওভারের খেলায় তারা ১৪০ রান সংগ্রহ করে। জবাবে বাসার
কুষ্টিয়ায় ১৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার
ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় র্যাবের-১২’র অভিযানে ১৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জেলার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামস্থ লাল চাঁনের চরে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব এর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান পরিচালনা
শনিবার, এপ্রিল ০৬, ২০১৩
সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময় : সৈয়দ বেলাল হোসেন
ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, ক্রিকেট আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকলদেশকে দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখনই এদেশের বুকে ক্রিকেটের জয়যাত্রা শুরু হয়। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেটের ক্ষেত্রে ঐতিহাসিক বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা চলছে। প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এর থেকে পিছিয়ে নেই কুষ্টিয়া জেলা। তিনি আরো বলেন, একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূর্তের সমান কাজ করে। খেলোয়াড়রা অতি সহজেই নিজেকে এবং দেশকে, বিদেশের নিকট পরিচিত করাতে পারে। দেশের জন্য অতি সহজেই সুনাম বয়ে আনতে পারে খেলোয়াড়রা। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের যথেষ্ট ইতিহাস ও ঐতিহ্য আছে। হাবিবুল বাশার সুমনের মতো কৃতি খেলোয়াড় জন্ম হয়েছে এই কুষ্টিয়ার মাটিতে। তাই আমি মনেকরি ক্রিকেটের ক্ষেত্রে কুষ্টিয়া হচ্ছে একটি গর্বিত জেলা। ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ কুষ্টিয়াতে আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। গতকাল সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার
হারিয়ে যেতে বসেছে খোকসার মুড়িগ্রামের ঐতিহ্য

ভাগ্যের পরিবর্তনে হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা প্রচন্ড দাবদাহেও বিরাম নেই বালেন, ঝাঁঝড়, চুলাসহ মুড়িভাজায় নিয়োজিত নারীদের। মুড়িগ্রামের কথা জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি।
হাজারো বাধা আর প্রতিকূলতা ভেদ করে দারিদ্রের সাথে সংগ্রাম করে মুড়ি ভাজছে কুষ্টিয়ার খোকসার মুড়িগ্রামের নারীরা। ক্রমেই হারিয়ে যেতে বসেছে উপজেলার মাছুয়াঘাটার মুড়িগ্রামের ঐতিহ্য।
সরেজমিনে উপজেলার জানিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকার মাছুয়াঘাটার মুড়িগ্রামের গিয়ে দেখা যায় নারীদের কঠোর সংগ্রামের চিত্র। ভাগ্যের পরিবর্তনে এরা হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত এসব নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা
হাজারো বাধা আর প্রতিকূলতা ভেদ করে দারিদ্রের সাথে সংগ্রাম করে মুড়ি ভাজছে কুষ্টিয়ার খোকসার মুড়িগ্রামের নারীরা। ক্রমেই হারিয়ে যেতে বসেছে উপজেলার মাছুয়াঘাটার মুড়িগ্রামের ঐতিহ্য।
সরেজমিনে উপজেলার জানিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকার মাছুয়াঘাটার মুড়িগ্রামের গিয়ে দেখা যায় নারীদের কঠোর সংগ্রামের চিত্র। ভাগ্যের পরিবর্তনে এরা হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত এসব নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)