বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

আইন-শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় খোকসার ওসির মাদার তেরেসা পদক লাভ

মনিরুল ইসলাম মনি, খোকসা: আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার বাসক নামের একটি মানবাধিকার সংস্থা থেকে মাদার তেরেসা গুণীজন সম্মাননা পদক লাভ করেছেন।সম্প্রতী মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর ৪র্থ বর্ষ পূর্তিতে সংগঠনটির কর্তৃপক্ষ খোকসা থানার অফিসার হরেন্দ্রনাথ সরকারের কার্যালয়ে এসে সম¥াননা পদক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সাগরিকা ইসলাম, প্রতিষ্ঠাতা মনিমোহন বিশ্বাস, পরিচালক জাহিদুল ইসলাম, এসআই হাশেম আলী, এসআই আলী আকবর, এসআই মোয়াজ্জেম, এসআই বিশ্বজিৎ, খোকসা ফাউন্ডেশনের প্রকাশনা মাসিক কলমতরীর সম্পাদক মনিরুল ইসলাম মনি।

মানবিক সাহায্যের আবেদন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আগ্রাকুন্ডা গ্রামের মৃত, জনাব আলী শেখের ছেলে হতদরীদ্র মোঃ চাঁদ আলী শেখ (৪০)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য কিডনি রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। অসহায় হতদরীদ্র পরিবারের পক্ষে চিকিৎসার টাকা যোগার করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তির নিকট সহায্যের জন্য আকুল আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ চাঁদ আলী শেখ, সঞ্চয় হিসাব নম্বর-১১৪০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কুমারখালী শাখা। ব্যক্তিগত মোবাইল-০১৭৪৬ ২৪১৪১২।এদিকে গড়াইনদীর ভাঙ্গনে শেষ সম্বল ভিটে-মাটি তলিয়ে গেছে। আশ্রয়হীন হয়ে বর্তমানে ১ ছেলে ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

মুক্তি ও গণসাক্ষরতার উদ্যেগে বিশ্ব শিক্ষক দিবস’২০১৩ পালন

 শিক্ষকদের জন্য আহবান:চাই মর্যাদা,নায্য অধিকার ও জবাবদিহিতা। এই শ্লোগানকে সামনে রেখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান,ঢাকার সহযোগিতায় “বিশ্ব শিক্ষক দিবস’২০১৩” উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সকালে এক বর্নাঢ্য র‌্যালী মুক্তির কার্যালয় থেকে শুরু হয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব জাহিদ হোসেন জাফর,প্রশাসক,জেলা পরিষদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান,জেলা শিক্ষা অফিসার,কুষ্টিয়া

কুষ্টিয়া শহর বিএনপির সাবেক সভাপতি বফ’র মাতার মৃত্যু : জেলা বিএনপির শোক

বিশিষ্ট রাজনীতিক নেতা মরহুম এ্যাড. একেএম বদরুদৌজার স্ত্রী ও শহর বিএনপির সাবেক সভাপতি মরহুম একে শহিদুল ইসলাম এর মাতা শাহেদা খাতুন গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে ক্রীয়া বন্ধ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না..... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। সে দুই পুত্র ও তিন কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাযা আজ বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া বড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দীন, যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রশিক্ষককে হত্যার চেষ্টা : ভাংচুর

পাবনা সংবাদদাতা : ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের (এটিআই কলেজ) এক উপ-সহকারি প্রশিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজে ভাংচুর চালিয়ে বিক্ষোভ মিছিল করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলেজের পক্ষ থেকে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এটিআই কলেজ সুত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার ও অবাধ বিচরন রোধে শিক্ষার্থীদের সহায়তায় কার্যকর ভূমিকা পালন করে আসছিল উপ-সহকারি প্রশিক্ষক আবু তালহা বিশ্বাস। এতে বহিরাগত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রায়ই আবু তালহা বিশ্বাসকে প্রায়ই নানা রকম হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তালহা বিশ্বাস মটর সাইকেল যোগে কলেজে আসার সময় শহরের মাহাতাব কলোনী এলাকায় বহিরাগত সন্ত্রাসী জাহাঙ্গীর, ওসমান ও আরমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী

মিরপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মিরপুর প্রতিনিধি : মিরপুরে সড়ক দূর্ঘটনায় ইমরান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা তালবাড়ীয়া গ্রামের সেলিম আহমেদ ওরফে সুকচাঁদের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-পাবনা সড়কের নওদা তালবাড়ীয়া নামক স্থানে কুষ্টিয়াগামী বালি বোঝা ট্রাকের (সিলেট-ট-১১-০০৮৩) ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যৃ হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, ইমরান তার মায়ের সাথে নানার বাড়ী থেকে সিএনজি যোগে বাড়ী ফিরে উক্ত স্থানে নামে। এ সময়ে তার মা সিএনজি ভাড়া দেয়ার সময়ে সে দৌড়ে রাস্তা পারাপারে সময়ে কুষ্টিয়াগামী বালি বোঝাই ট্রাকের নীচে পিষ্ট হয়ে মারা যায়। ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

কুমারখালী উপজেলায় প্রতিবন্ধীর সংখ্যা ৫৬৫৯ জন

শরীফুল ইসলাম : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রতিবন্ধীর সংখ্যা ৫৬৫৯ জন। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঠ পর্যায়ে ৩ মাস প্রাথমিক তথ্য সংগ্রহের তালিকায় পৌরসভা ও ইউনিয়নে প্রাথমিক ভাবে ৫৬৫৯ জন প্রতিবন্ধী তালিকা ভূক্ত করে। তবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিপুল কুমার সাহা জানান, উল্লেখিত জরিপই শেষ নয়। এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে প্রতিবন্ধীদের ধরণ সনাক্ত করা হবে। এছাড়া চূড়ান্ত প্রতিবন্ধী তালিকায় স্ব স্ব প্রতিবন্ধীর পরিচয়পত্র প্রদান সহ ডাটাবেজ উপজেলা সমাজ সেবা অফিসে সংরক্ষিত রাখা হবে।