বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

আতংকিত ভোটাররা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন

 

কুমারখালী খোকসা ও মিরপুরে উপজেলা নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার ॥ আতংকিত ভোটাররা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কুষ্টিয়ার তিন উপজেলা মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলা পরিষদে আজ ২৭ ফেব্র“য়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাত দিন প্রচার-প্রচারণা শেষে জয়-পরাজয়ের হিসাব নিকাশ গুনছেন প্রার্থীরা। কে পরবে জয়ের মালা সেদিকেই লক্ষ্য ভোটারদের। খোকসা, কুমারখালী ও মিরপুরের ভোটাররা চাই সন্ত্রাস ও প্রভাবমুক্ত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।তারা আশা করছেন নির্বাচন কমিশন আইন শৃংখলা বাহিনী ভোটারদের নির্বিঘেœ ভোট প্রদান করার মত পরিবেশ সৃষ্টি করবেন।খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতা সৈয়দ আমজাদ আলী মোটরসাইকেল প্রতীক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খান (আনারস) প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল গনি শেখ (টিউবওয়েল), বর্তমান ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খোকন (টিয়া পাখি) ও জামায়াতের আবু বকর সিদ্দিক (তালা) প্রতীক পেয়েছেন। সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নেত্রী ও বর্তামান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম (হাঁস), রুবিনা আফরোজা পদ্মফুল ও স্বতন্ত্র শামীমা আক্তার (কলস) প্রতীক নির্বাচন করছেন। খোকসা উপজেলায় বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উপজেলাবাসী মন্তব্য করেন। তবে ১৯ দলের একক প্রার্থী হওয়ায় তার জয়ই সুনিশ্চিত বলে দাবী উপজেলাবাসীর। কুমারখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক বিএনপি নেতা নুরুল ইসলাম আনছার প্রামাণিক মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান (আনারস) প্রতিক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন। ভাইস চেয়ারম্যান পদে কুমারখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু (টিউবওয়েল), জেলা যুবলীগের সদস্য মনির হাসান রিন্টু

খোকসায় নির্বাচনী ব্রিফিং প্যারেডে ওসিকে ভৎসনা করলেন এসপি

স্টাফ রিপোর্টার : খোকসায় উপজেলা নির্বাচন পূর্ববর্তী ব্রিফিং প্যারেডে প্রস্তুতিতে অব্যবস্থাপনার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী নওয়াজকে ভৎসনা করেন পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ। নির্বাচনে কর্তব্যরত পুলিশ ও আনসারদের জন্য ৫ টি ট্রিপস দেন। গতকাল বুধবার সকালে স্থানীয় হাই স্কুল মাঠে ৪র্থ উপজেলা নির্বাচনের ৪৪ কেন্দ্র ও মোবাইল টিমের দায়িত্ব প্রাপ্ত পুলিশের সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১১টায় কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। এ সময় কিছু পুলিশ সদস্য তাড়াহুরা করে প্যারেডে অংশ নেওয়ার চেষ্টা করলে এসপি মফিজ মাইকে বিলম্বে আসা পুলিশ সদস্যদের যোগ্য ওসির যোগ্য সন্তান

ইবি’র ভিসি অফিসে আবারও বহিরাগত চাকরি প্রত্যাশী ছাত্রলীগের তালা॥ আইনানুগ ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসন

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি- আবারো চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে তালা ঝুলে ও ক্যাম্পাসের গাড়ী চলাচল বন্ধ করে দিয়েছে চাকরি প্রত্যাশী বহিরাগত ছাত্রলীগের সাবেক ক্যাডাররা। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙ্গে দিয়ে চাকরি প্রত্যাশিদের চাকরীর আশ্বাসে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত বছরও তারা একই দাবিতে ভিসি অফিসে একাধিকবার তালা লাগানো ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। বহিরাগতদের অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডাররা বারবার এসব আইন লঙ্ঘন করে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেনি।প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, একবার নয় দুইবার নয় তিনের অধিকবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে তালা ও ভাংচুর চালিয়েছে বহিরাগত চাকরী প্রত্যাশী ছাত্রলীগ ক্যাডররা। গতকালও তার ধারাবাহিকতায় সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও চাকরি প্রত্যাশী আশিকুর রহমান জাপান, তৌফিকুর রহমান হিটলার, মাহমুদ হাসান লেলিন,মিজানুর রহমান টিটু, কাসেম, শিমুল ও মাসুদসহ ৭/৮ জন নেতাকর্মী ভিসি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে চলে যেতে বলে। এসময় কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে বের হতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতারা তাদের অফিস থেকে জোর করে রেব করিয়ে দেয়। পরে তারা ভিসি অফিসের এক কর্মচারীর কাছ থেকে চাবি নিয়ে অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভিসি অফিসের এক কর্মকর্তা বলেন, অফিসে ঢুকেই ছাত্রলীগ নেতারা আমাদেরকে অফিস

কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামে শক্তিশালী বোমা বিষ্ফোরনে ৫ শিশু আহত

   মনির উদ্দীন মনির : কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামে মাটিতে পুঁতে রাখা শক্তিশালি বোমার বিষ্ফোরনে ৫শিশু আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শিশুদের ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম জানান, ওই গ্রামের রিয়াজ উদ্দিনে বাড়ির আঙিনার পাশে ফাঁকা স্থানে একই এলাকার আনারুল ইসলামের শিশু বাপ্পি (১১) ও রাব্বি (৪), সানার ছেলে পাপ্পু (২), সেলিমের ছেলে সাকিব (৮) ও শহিদুল ইসলামের ছেলে সিজান (৯) কোদাল নিয়ে খেলতে গিয়ে মাটি কাটার সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিষ্ফোরন ঘটে তারা আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক । আহতদের মধ্যে বাপ্পি, রাব্বি ও পাপ্পুকে ভোড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকী ২জন স্থানীয়ভাবে চিকিৎসা

কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক দাউদ কে মারপিট

কুমারখালী প্রতিনিধি : আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ১৯ দলীয় ঐক্যজোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সমর্থকদের বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। গতকাল সকালে জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মোড়ে থানা স্বেচ্ছাসেবক দলের মৎস্য বিষয়ক সম্পাদক আবু দাউদ কে বেদম মারপিট করে আহত করে। থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পলাশ আহত দাউদের বাড়ীতে গিয়ে তার সার্বিক খোঁজখবর নেন।

আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন ৯৬ টি ভোট কেন্দ্র বুথ ৫৫৯ পৌরসভার সকল কেন্দ্র সহ রয়েছে ৭৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র

কুমারখালী প্রতিনিধি : আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে নানানো শঙ্খা, উৎকণ্ঠা বিরাজ করছে। অবশ্য প্রশাসনের কঠোর নজরদারী লক্ষণীয়। উপজেলা সহকারী রিটার্নিং’র পক্ষ থেকে সকল ব্যবস্থা সম্পূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নির্ণয় করে সর্বচ্চো সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। কুমারখালী পৌরসভার মধ্যে তেবাড়িয়া শেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেবাড়িয়া শেরকান্দি বালিকা বিদ্যালয়, কুমারখালী পাইলট বালিকা বিদ্যালয়, কুমারখালী জে এন কেন্দ্র, বাটিকামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গট্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোরশেদপুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ অফিস,

দৌলতপুরে অর্ধ কোটি টাকার হাট ভাগ করে নিল এমপি‘র ভাই ও ভাতিজা!


দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অর্ধকোটি টাকা মুল্যের আল্লারদর্গা পশু হাট ও তহহাট ভাগ করে নিয়েছে দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই ও ভাতিজা। এর আগে অন্যান্য আগ্রহী ব্যবসায়ীদের হাটের দরপত্র ক্রয় করতে বাঁধা দেয় এমপি‘র ক্যাডাররা। উপজেলা পরিষদ সুত্র সাধারণ ব্যবসায়ীরা জানায়, ১৪২১ সালের জন্য হাট বাজার ইজারার জন্য উপজেলা পরিষদ থেকে ২৮ টি হাট বাজার ইজারার বিজ্ঞপ্তি দিলে প্রথম পর্যায়ে ২৪ ফেব্র“য়ারী সিডিউল বিক্রয়ের শেষ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু দৌলতপুর আসনের সতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীরর ছোট ভাই টোকন ও তার ক্যাডার বাহিনী সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে হাটবাজার ভাগ বাটোয়ারা করে নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় হাট ব্যবসায়ীদের সিডিউল ক্রয়ে বাধা দিলে কোন হাট ব্যবসায়ী দরপত্র কিনতে পারেনি। ফলে দৌলতপুর উপজেলা পরিষদ থেকে কোন হাট ব্যবসায়ী সিডিউল কিতে পারেনি। কিন্তু এমপি‘র ভাই রবিউল হক চৌধুরী তার ছেলে জাফর হায়দার চৌধুরী এবং রবিউল হক চৌধুরীর জামাতা তারিকুজ্জামান ও কামাল হোসেনের নামে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আল্লারদর্গা পশু হাটের বিরীতে ৩ টি এবং হলুদবাড়িয়া