স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দ্রুত সংসদ নির্বাচনে দাবীতে কুষ্টিয়ায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের এন এস রোড়স্থ কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও সাপ্তাহিক পথিকৃৎ-এর সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এস এম ওমর ফারুক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, মহিলানেত্রী শিরিন রতন, সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক হাসান মাহামুদ সজল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম
বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০১৪
কুষ্টিয়ায় স্কুলছাত্রী অর্পা’কে ধর্ষণ ও হত্যাকান্ডে অভিযুক্ত লম্পট তপনের ফাঁসির দাবিতে মানব বন্ধন
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়াস্থ শহীদ দিদার কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী ও দত্তপাড়ার বাসিন্দা স্বপন পালের কন্যা অর্পা রানী (৮)কে অপহরণ করে হত্যাকান্ডের প্রতিবাদে এবং পাষন্ড হত্যাকারী লম্পট একই এলাকার তপন পালের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা ও কুমারখালী উপজেলা শাখা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের কুষ্টিয়া মডেল থানার গেটের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মনব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়ার সভাপতি ফাতেমা বেগম বলেন, সাম্প্রতিককালে কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্মম, নিষ্ঠুর নির্যাতন, ধর্ষণ ও হত্যাকান্ডের মত চাঞ্চল্যকর ঘটনার বিচার না হওয়ায় এজাতীয় অপরধ প্রবনতা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বিষয়টি এখন কুষ্টিয়া জেলার সর্বমহলেই অবগত যে, অপরাধ সংঘটনের পর অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করলেও সর্বশেষ আদালত থেকে মামলাগুলি ডিসমিস হয়ে যাচ্ছে। এরফলে নির্যাতনের শিকার হয়েও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা বিচার না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আস্থা ও শ্রদ্ধা হারাচ্ছে আদালতের প্রতি এবং নতুন নতুন অপরাধের শিকার হলেও ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে নিরুৎসাহিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক
দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার করেছে বিজিবি
দৌলতপুর সংবাদদাতা ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় অস্ত্র পাচারকারী পালিয়ে যায়। বিজিবি জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে ভারত সীমান্তের ১৫৪/৬ এস সীমানা পিলার সংলগ্ন এলাকা মুন্সিগঞ্জ এলাকায় বিজিবি‘র ৩২ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর ক্যাম্পের নায়েক মহসিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিল। এসময় এক অস্ত্র পাচারকারী বিজিবি সদস্যদের দেখে তার মাথায় থাকা ঘাসের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘাসের বস্তা খুলে একটি সেভেন পয়েন্ট সিক্স বিদেশী
ভেড়ামারা ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী
মনির উদ্দিন মনির ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে ভেড়ামারা পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীট ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরনী অনুষ্ঠান। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। ফারাকপুর সরকারী প্রাথমিক পরিচালনা পর্ষদ’র সভাপতি হাজী নুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা কলেজ বাজার শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আলী মৃধা, পরিচালনা পর্ষদ’র সদস্য পান্না খাতুন। বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান
কুমারখালীতে শিশুকে মায়ের দুধ খাওয়ানো বিষয়ে প্রশিক্ষন
শরীফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ব্রেষ্টফিডিং ফাউন্ডেশন এর সহযোগিতায় ৩দিন ব্যাপী শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সর্তক ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেষ্টত প্রশিক্ষণে স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুস সালাম সমন্বয়কের দায়িত্ব পারন করেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আকুল উদ্দিন ও মেডিকেল অফিসার ইসমত আরা যুথি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে স্বাস্থ্য কর্মী ও সেবীকা অংশ গ্রহণ করেন।
সম্মাননা ক্রেষ্ট পাওয়ায় সাংবাদিক শরীফুল ইসলামকে
কুমারখালী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা
কুমারখালী প্রতিনিধি ঃ কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দিনকাল ও হাওয়া পত্রিকার কুমারখালী প্রতিনিধি শরীফুল ইসলাম কে ১লা এপ্রিল ১৪ বিকাল ৪টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে দৈনিক হাওয়ার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা ক্রেষ্ট উপহার দেন দৈনিক হাওয়া পত্রিকা পরিবার। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর হাত থেকে ক্রেষ্ট গ্রহণ করেন বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতায় বিশ্বাসী, আলোকিত সাংবাদিক শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, প্রকাশক সৈয়দা ফাহিমা রুমী প্রমূখ। সাংবাদিক শরীফুল
কুষ্টিয়া সদর উপজেলার দায়িত্ব গ্রহন ও প্রথম সাধারণ সভার সভাপত্বিত করলেন ইঞ্জি: জাকির হোসেন সরকার
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর আসনে ১৯শে ফেব্র“য়ারি উপজেলা পরিষদে নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক ,গণ মানুষের বন্ধু ইঞ্জি.জাকির হোসেন সরকার । তিনি গত ২৭ মার্চ খুলনা বিভাগীয় কমিশনারের কাছ থেকে শপথ গ্রহন করেন। পরবর্তীতে তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসাইন এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা বুঝে নেন এবং উপজেলা পরিষদের প্রথম সভায় সভাপত্বিত করেন । এসময় উপস্থিত ছিলেন,কুষ্টিয়া উপজেলার নির্বাহী অফিসার খোদেজা খাতুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় অফিসারগন, আরোও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলার চেয়ারম্যান চেয়ারম্যান মোশারফ হোসাইন, সাবেক ভাইস-চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)