বৃহস্পতিবার, মে ২৯, ২০১৪

তদন্ত কমিটির গণশুনানী

অবশেষে রাহুমুক্ত হতে যাচ্ছে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত

হাওয়া ডেস্ক : দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত থেকে বিচার বঞ্চিত ভুক্তভোগী পরিবার ও জেলার সচেতন মহলের আন্দোলনের মুখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করে বিরাজমান পরিস্থিতির উত্তোরণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়নে তদন্ত কমিটির কর্মকর্তা যশোর’র সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার এর উপস্থিতিতে এই গণশুনানী করা হয়। এসময় সেখানে বিচার বঞ্চিত শতাধিক ভুক্তভোগীসহ জেলা আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক ও পিপি নুরুল ইসলাম দুলাল’র নেতৃত্বে কুষ্টিয়া বারের বিজ্ঞ আইনজীবি সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা উপ্িস্থত ছিলেন।  দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত শুনানীকালে উপস্থিত জেলার চাঞ্চল্যকর সহিংস ঘটনার শিকার ভুক্তভোগীরা কান্নাজড়িত কন্ঠে বিচার বঞ্চনার করুণ কাহিনী তুলে ধরেন। এসময় আইনগত তথ্যাদি প্রদান করতে সেখানে উপস্থিত আইনজীবিরা সহায়তা করেন। শুনানী গ্রহণকারী কর্মকর্তা ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের বক্তব্য শুনে তা লিপিবদ্ধ করে সেখানে তাদের স্বাক্ষর গ্রহণ করেন। তবে সময়াভাবে উপস্থিত সকল সদস্যদের বক্তব্য গ্রহণ করতে পারেননি তদন্ত কর্মকর্তা। তাছাড়া সাক্ষাৎ দাতাদের সকলের বক্তব্য অনেকটা এক এবং অভিন্ন হওয়ায় তদন্ত কর্মকর্তা শুনানী শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি বলেন, আদালতের একজন বিচারক সম্পর্কে এজাতীয় অভিযোগ উত্থাপন খুবই দৃ:খজনক। সেই সাথে এখানে যে সকল বিচার প্রার্থীরা এসে তাদের বিচার না পাওয়ার কথা জানিয়েছেন, নাগরিক হিসেবে অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। উল্লেখ্য কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত’র বিচারক আফজাল হোসেন’র বিরুদ্ধে অনিয়ম, দূনীতি ও ঘুষের বিনিময়ে জেলার নারী ও শিশুর উপর সংঘটিত সহিংসতার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আসামীদের ছেড়ে দেয়াসহ মামলাগুলি নিষ্পত্তি করে দেয়। এবিষয়ে কুষ্টিয়া জেলা বারের নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলা প্রশাসনের আইন শৃংখলা বিষয়ক সভায়ও তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে বিক্ষুব্ধ হয়ে উঠা বিচার বঞ্চিত ভুক্তভোগী পরিবার, বিভিন্ন মানবাধিকার সংগঠন,

কুষ্টিয়ায় ব্রাজিল ফ্যান ক্লাবের আঞ্চলিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ব্রাজিলের ফ্যান ক্লাবের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের পূর্ব মজমপুরের আরশীনগর ভবনে এ কমিঠি গঠন করা হয়। কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার সভাপতির বক্তব্য রাখেন কুষ্টিয়া ব্রাজিল ফ্যান ক্লাবের আহবায়ক অ্যাড. শামিম উল হাসান অপু। বক্তব্যে তিনি বিশ্বকাপকে সামনে রেখে কুষ্টিয়ার গুরুত্বপূর্ন বিভিন্নস্থানে ব্রাজিলের পতাকা উত্তোলন, বিশ্বসেরা খেলোয়াড় পেলে ও বর্তমান ব্রাজিল দলের খেলোয়াড়দের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন টাঙানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি আগামী ১২ জুন কুষ্টিয়া ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজন বর্ণাঢ্য শোভা যাত্রায় সকল ফুটবলপ্রেমী মানুষদেও অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে ব্রাজিল ফুটবলদলের সমর্থক আফরোজা আক্তার ডিউকে আহবায়ক, কুষ্টিয়া জেলা ক্রিকেটদলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আলী নিশানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ব্রাজিল ফুটবলদলের সমর্থক রাজু আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, ব্রাজিল ফুটবলদলের সমর্থক বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু, রাশেদুল

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার ডিবি (গোয়েন্দা) পুলিশ অভিযান চালিয়ে শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে ১০ পিচ ইয়াবাসহ আনারুল ইসলাম আনন্দ (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সন্ধ্যা ৭টা শহরের সাদ্দাম বাজার মসজিদ গলি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত আনন্দ শহরের সাদ্দাম বাজার ওস্তাদ ভাই সড়কের মৃত আফজাল হোসেনের ছেলে। গোয়েন্দা পুলিশের এসআই জায়েদ আলম জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে শহরের সাদ্দাম বাজার এলাকায় ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আনারুল ইসলাম আনন্দকে

কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। “আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের গিয়ে শেষ হয়। এরপর সিভিল সার্জনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আজিজুন নাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরর উপ-পরিচালক ডাঃ মাসুদুজ্জামান, সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তা পারভেজ আকতার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জোহরা, স্বাস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তা শামসুল আলম প্রমুখ। বক্তারা বলেন, একজন সুস্থ্য মা’ই কেবল পারে একটি সুস্থ্য শিশুর জন্ম দিতে। আর একটি সুস্থ্য শিশু কেবল একটি পরিবার বা বাবা-মা’রই কাম্য নয়

কুষ্টিয়ায় মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিসব পালিত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে, আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিসব পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের কার্যালয়ে গতকাল বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফিরোজা মহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্যকর্মী শেখ সামছুন্নাহার, অগ্রণী প্রিপারেটরী স্কুলের শিক্ষিকা রোকেয়া বেগম প্রমুখ। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক তসলিমা খানম লতা, লিগ্যাল এইড সম্পাদক নিলুফা বেগম রীনা,

কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পে উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোনচা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বর থেকে “ আসুন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস র‌্যালী শুরু হয়। কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নে ইউএনএফপিএ-এর অর্থায়নে সৃজনী বাংলাদেশের পরিচালনায় আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের উদ্যোগে র‌্যালীটি শহরের ১২টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভায় শেষ হয়। র‌্যালীটি পিকআপ গাড়ী এবং অটোরিক্সায় ব্যানার, প্লেকার্ড, লিফলেট, মাথায় ক্যাপ ও বাদ্যযন্ত্র নিয়ে প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে কুষ্টিয়া পৌরসভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুষ্টিয়া পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাহেলা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। সেই কারণে আমরা এই প্রকল্পেল মাধ্যমে অতি স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ডেলিভারী ও সিজার সংক্রান্ত অপারেশন করানো হয়। রাত-দিন ২৪ ঘন্টা অভিজ্ঞ মেডিকেল অফিসার কর্তৃক

দৌলতপুর উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্র এর উদ্দোগে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।  গতকাল বুধবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্র এর উদ্দোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এক সেমিনার শেষে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রে সদ্য যোগদান কৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো: আকুল উদ্দিন এর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উজেলার সদও ইউপি চেয়ারম্যান আকবার আলী সহ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।