সোমবার, মার্চ ২৩, ২০১৫

কুষ্টিয়ায় জামায়াতের নেতা সাবেক এমপি আব্দুল ওয়াহিদ এর ইন্তেকাল ॥ মেহেদী রুমী সহ বিভিন্ন মহলের শোক


হাওয়া প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় দায়িত্বশীল, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর, কুষ্টিয়া ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের যুগ্ম আহবায়ক জননেতা আব্দুল ওয়াহিদ আর নেই। রবিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোরের দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকালে তার মৃত্যুর সংবাদ শুনে দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর জন-সাধারণ লাশ দেখতে ভীড় করেন মরহুমের নিজ বাড়ী কুষ্টিয়া শহরের হাউজিং। দুপুরে গাড়ীতে করে লাশ দেওয়া হয় গ্রামের বাড়ী মিরপুর উপজেলার ধলসা-পয়ারীতে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাশ নেওয়া হয় মিরপুর

সোমবার, মার্চ ১৬, ২০১৫

কুষ্টিয়ায় শহর ছাত্রদলের উদ্যোগে হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল


কুষ্টিয়া শহর ছাত্রদলের উদ্যোগে হরতাল, লাগাতার অবরোধ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ সকল নেতাকর্মীর নিশর্ত মুক্তির দাবীতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। গতকাল বিকেল ৪টার সময় শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, শহর ছাত্রদলের সভাপতি মিথুনসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এতে অংশ নেয় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা । তবে পুলিশ আসার আগেই মিছিল শেষ করেন নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি ভষ্মীভূত

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। গরুকে বাঁচাতে পারলেও সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়েছেন বৃদ্ধ হারেজ আলী (৮০)। এতে আনুমানিক নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। এ ঘটনায় খোকসা উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ডাঃ আবু বক্কর সিদ্দিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
জানা গেছে, গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে

হযরত বুড়োঁ দেওয়ান (রঃ) স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালী বাটিকামারাস্থ নিজ কার্যালয়ে হযরত বুড়োঁ দেওয়ান (রঃ) স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। গতকাল বিকাল ৫ টায় কুমারখালী ডিগ্রী কলেজের এইচ এস সি পড়–য়া সামিহা সুলতানা হিরা নামে এক অসহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও শিক্ষার উপকরণ প্রদান করা হয়। এ সময় পাঠাগারের সভাপতি খোন্দকার আব্দুল হালিম, সহ-সভাপতি খোন্দকার আব্দুস শুকুর এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যিক খোন্দকার শাহ আব্দুস সবুর বাগদাদী সহ স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী সুধীজন এ সময় উপস্থিত ছিলেন

কুমারখালীতে ডিজিটাল মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল মেলা আয়োজনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা সাহেলা আখতারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বিশেষ অতিথি ছাড়াও সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ বক্তব্য দেন। প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কম্পিউটার শিক্ষক এবং ইন্টারনেট সুবিধাভোগী ও কন্টেন্ট প্রস্তুতকারী অংশ গ্রহণ করেন। মেলা সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কুমারখালীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা

উন্নয়নের মানদন্ডে শিশু ও নারীর অবস্থা একটি অন্যতম সূচক
স্টাফ রিপোর্টার : কুমারখালীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়র পরিষদের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার। অনুষ্ঠানে যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের আলোচনা করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম। স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধনের উপর আলোচনা করেন কুমারখালী উপজেলা

কুষ্টিয়ায় হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১২

স্টাফ রিপোর্টার ঃ কুষ্টিয়া শহরতলীর হরিপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসীরা জানান, জমি নিয়ে হরিপুর গ্রামের আকিল হাজী ও মিনারুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রোহিলা(৩৫), মিনারুল(৪০), কালাম(২২), জব্বারসহ(২৫) আহত ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রবিউল ইসলাম জানান, বর্তমানে গ্রামের উত্তেজনা কমাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।