মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য মানববন্ধন ও সড়ক অবরোধ

খলিসাকুন্ডি প্রতিনিধি : ১৯৯৭ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম আহমেদের নির্দেশে দেশের অন্যান্য স্থানের ন্যায় কুষ্টিয়া-দৌলতপুরের সর্ব দক্ষিনে সন্ত্রাস প্রবণ খলিসাকুন্ডিতে একটি পুলিশ ক্যাম্প স্থাপন হয় এবং অদ্যবধি তার কার্যক্রম চলছে। ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে উক্ত পুলিশ ক্যাম্প, পুলিশ তদন্ত কেন্দ্রে রুপান্তরিত হলেও ক্যাম্পের জ
ন্য ক্রয়কৃত জমিতে কোন স্থায়ী অবকাঠামো নির্মাণ হয় নাই। ইউনিয়ন পরিষদ ভবনের ছোট্ট দুইটি কক্ষে এই তদন্ত কেন্দ্রের/পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। ফলে অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যগণ সঠিক সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে। যাতে অনতিবিলম্বে এই তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামো নির্মাণ হয় সে জন্য গতকাল সোমবার সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের খলিসাকুন্ডিতে মানববন্ধন ও সড়ক অবরোধের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠে, যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাহির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে
আসেন। পরে উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দীন, দৌলতপুর উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা ইকবাল আকতার ও জাতীয় সংসদ সদস্য আফাজ উদ্দীনের ছেলে এ্যাডভোকেট এজাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। মানববন্ধনে উপস্থিত বক্তাগণ অনতিবিলম্বে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প/তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামো নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট জোর দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন