শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৩

সাজাপ্রাপ্ত আসামীকে প্রহরী পদে নিয়োগের অভিযোগ

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের ৪১ নং মীর মোশাররফ হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তর কাম প্রহরী পদে সাজাপ্রাপ্ত আসামী নিয়োগের অভিযোগ করে স্থানীয় ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক, জেলা দুর্নীতি দমন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছে বলে জানা যায়। উল্লেখ্য, গত ২৯/০১/২০১৩ ইং তারিখে উক্ত বিদ্যালয়ে নিয়োগ ও যাচাই-বাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোঃ সুজন আলী, পিতা-মোঃ আফজাল শেখ, গ্রাম-লাহিনী পাড়া যিনি একজন উগ্র মেজাজী সন্ত্রাসী এবং মাডার কেসে সাজাপ্রাপ্ত আসামী, অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত কুষ্টিয়াতে বিচারকার্য সম্পন্ন হইয়াছে। কুমারখালী থানায় মামলা নং-৩, তারিখ-০৬/১০/২০১২ ইং। কুমারখালী জি আর মামলা নং-১৮৫/০২ এবং সেসন মামলা নং-২৩৪/০৩ মামলার রায়ে উল্লেখিত ব্যক্তি ১ বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমান হইয়াছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন