বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৩

শহরের অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ

 স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে পৌরসভার জায়গা দখল করা অবৈধভাবে দোকান নির্মাণ
, বাড়ী নির্মাণসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছেগতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম জামাল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়
জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের নতুন কমলাপুর ১২/১ করিম বক্স লেন (কেবি লেন) এলাকায় পৌরসভার রাস্তার জমি দখল করে খন্দকার মোখলেচুর রহমান অবৈধ দোকান ঘর নির্মাণ করেছিলেন
বারংবার কুষ্টিয়া পৌরসভা থেকে অবৈধ ওই স্থাপনা উচ্ছেদের তাগিদ দিলেও আমলে নিচ্ছেল নাগতকাল পৌরসভার পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়পরে শহরের হাউজিং জেলখানা মোড়ে ড্রেনের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করে স্থানীয়রা ব্যবসা চালিয়ে আসছিলেনওই সব অবৈধ স্থাপনা কয়েকবার ভেঙে দিলেও পুনরায় তারা নির্মান করেছিলেনগতকাল আবারো ও ওইসব দোকান ঘর উচ্ছেদ করা হয়পরে হাউজিং সি ব্লক-এ নাজমা বেগম ও ভাষা শেখ রাস্তার উপর বসত ঘর করে বসবাস করছিলেনপৌরসভার পক্ষ থেকে তাদের রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য কয়েকবার তাগিদ দিলেও জোরপূর্বক তারা অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিলেনপৌরসভা ওই জায়গা দখল নিতে ব্যর্থ হয়ে গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ওই জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেএসময় হাউজিং সি ব্লক-এ নাজমা বেগম অভিযোগ করেন তারা মেয়রের নিকট কয়েকদিন সময় চেয়েছিলেন কিন্তু কোন প্রকার নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছেতিনি আরো অভিযোগ করেন অতি উৎসাহি লোবারদের কারনে উচ্ছেদের সময় তার তার অনেক মাল জিনিস নষ্ট হয়েছেএদিকে উচ্ছেদের সময় আরো উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার সহকারী কমিশনার ওয়াহিদুর রহমান, সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন,  আব্দুল মান্নান ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন