মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৩

বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার

৩২ বিজিবি টহল দল গত ০৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ১০ (দশ) বোতল বিদেশী মদ এবং মেহেরপুর জেলার সদর গাংনী উপজেলায় যথাক্রমে ২০ (বিশ) বোতল বিদেশী মদ এবং ০২ (দুই) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য পঁয়তাল্লিশ হাজার আটশত  টাকা।  এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আশ্রায়ণ বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আঃ ওহাব এর
এর
নেতৃত্বে একটি টহল দল গত ০৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখ ১৯৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় মুন্সিগঞ্জ বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে। অপরদিকে কাজিপুর বিওপির হাবিলদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গত ০৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখ ২০৩০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় কাজিপুর বর্ডারপাড়া মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল বিদেশী মদ এবং ০২ (দুই) বোতল ফেন্সিডিল, দাড়িয়াপুর বিওপির হাবিলদার মোঃ শফিকুল ইসলাম হক এর নেতৃত্বে একটি টহল দল অদ্য ০৭১০ ঘটিকায় মেহেরপুর সদর উপজেলায় নাজিরাকোণা মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন