বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩

কুষ্টিয়ায় মিছিল পিকেটিং সড়ক অবরোধের মধ্য দিয়ে জামায়াতের হরতাল পালিত

স্টাফ রিপোর্টার : মিছিল পিকেটিং ও সড়ক অবরোধের মধ্যদিয়ে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন কুষ্টিয়ায় পালিত হয়েছে. হরতালের সমর্থনে সকালে কুষ্টিয়া শহরে খন্ড খন্ড পিকেটিং করে সড়ক অবরোধ করে পিকেটাররা . ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার নেতাকর্মীরা সকালে হরতালের সমর্থনে মজমপুর বাসস্টান্ডে মিছিল ও পিকেটিং করে। এসময় রাস্তায় টায়ার জ¦ালিয়ে ও ইটপাটকে ফেলে সড়ক অবরোধ করে সকল যানবাহন বন্ধ করে দেয় . পরে বিক্ষুব্ধ নেতার্কীরা সাদ্দাম বাজার মোড়ে বিক্ষোভ করে . এছাড়া শহরের বারখাদা ত্রিমোহনী মোড়সহ শহরের বিভিন্ন প্রবেশ মুখে মিছিল ও পিকেটিং ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে। অপরদিকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় প্রধান সড়কগুলোতে অবস্থান করে পিকেটিং করে।  হরতালে কুষ্টিয়ার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। এ কারনে শহর ছিলো জনশূন্য। কুষ্টিয়া থেকে কোন বাস ছেড়ে যায়নি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল একেবারেই কম। নাশকতা এড়াতে পুলিশ র‌্যাব মোতায়েনের পাশাপাশি টহল দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন