মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৩

জগতি রেল বাজারে গণ সংযোগ ও পথ সভা

আ.লীগ পরিকল্পনা করে সংবিধান সংশোধন করে ক্ষমতায় টিকে থাকতে চায় : অধ্যক্ষ সোহরাব উদ্দিন

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, আ.লীগ পরিকল্পনা করে সংবিধান সংশোধন করেছে। যাতে তারা স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে। তিনি সমাবেশে আগত নেতাকর্মীদের প্রশ্ন করে বলেন, তত্ত্ববধায়ক কার আন্দোলনের ফসল। তারা ১৭৩ দিন হরতাল করেছিলো। তারাই দাবি করেছেন এটা তাদের আন্দোলনের ফসল। দেশের স্বার্থে আমরা এ তত্ত্বাবধায়ক চালু করেছি। যত অর্জন সব তাদের। তত্ত্বাবধায়ক নির্বাচন
প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোর্ট তার আদেশে বলে দিয়েছে আরো দু’মেয়াদে তত্ত্বাবধায়েকর অধীনে নির্বাচন করা যাবে। কিন্তু তারা কৌশলে সংবিধান সংশোধন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চাচ্ছে। সে জন্য তারা বলে তাদের অধীনে নির্বাচন করতে হবে। আমি বলি তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি বলেন, তারা বিচার বিভাগ ও প্রশাসনে দলীয়করণ করেছে। এরপর আমরা কঠোর কর্মসূচি দেব। সরকার এখনই আমাদের রাস্তায় বা ঘরে মিটিং করতে দেয় না। আমাদের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার করে। তিনি বলেন, আবারো ক্ষমতায় আসতে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। গতকাল সোমবার বিকেলে জগতি রেল বাজারে গণ সংযোগ ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, যতক্ষন পর্যন্ত নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী মানা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষে মহাজোট সরকার রাজধানী ঢাকায় সকল প্রকার সভা সমাবশে নিষিদ্ধ করেছে। বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্থ করছে। জগতি ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুর রব দিলু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে বিশ্বাস বাবু, শহর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শমসের আলী, সদর থানা যুবদলের সহ-সভাপতি রায়হান আলী, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চায়না, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বারখাদা ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফজলু রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান পল্টু, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিঠু, শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সাচ্চু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান শিপন,বিএনপি নেতা দুলাল বিশ্বাস, মহিবুল ইসলাম, কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিকদলের আহবায়ক জামিল খান, সদর থানা যুবদলের সদস্য আব্দুল আলিম, সদর থানা বিএনপির সদস্য কামরুজ্জামান মিথুন, বারখাদা ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মীর মাছাদা মোকাম, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তিমু, যুগ্ম সম্পাদক রুবেল পারভেজ, ক্রীড়া সম্পাদক জুয়েল, অ্যাপায়ন সম্পাদক সুজন আলী,সহ-আপ্যায়ন সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা নিজাম, আবির, মুন্তাজ, শাকিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন