বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৩

বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পন্যের মান উন্নত হওয়ায় বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ঠ কেবল তৈরীর প্রতিষ্ঠান বিআরবি :  আলহাজ্ব মোঃ মজিবর রহমান

সিরাজুম সালেকীন/ আব্দুম মুনিব : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে কুষ্টিয়ায় কোম্পানীর কারখানা প্রাঙ্গনে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিনোদনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরবি কেবল-এর চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান। আরো বক্তব্য রাখেন বিআরবি কেবলস্-এর ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, বিআরবি কেবলস্ ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস-এর ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান, কিয়াম মেটালের এমডি মিজবার রহমান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ’র পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানের ৩৫ তম প্রতিষ্ঠা বাষির্কীর কার্যক্রম শুরু করা হয়। পরে মিলাদ মাহফিল শেষে বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ’র ৩৫তম প্রতিষ্ঠা
বার্ষিকীর কেক কাটা হয়। পরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিআরবি কেবলস্-এর চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান বলেন, সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে অনেক প্রতিকুল অবস্থার মোকাবেলা করে সেই সাথে বিআরবি’র পন্যের মান উন্নত হওয়ার কারণে আজ বিশ্ব দরবারে অন্যতম শ্রেষ্ঠ কেবল তৈরি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। শুধু কেবলস নয় এ প্রতিষ্ঠানটির অঙ্গ নয়টি প্রতিষ্ঠান ও বিশ্বেও দরবারের অন্যতম শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। স্বনির্ভর বাংলাদেশ এবং সেই সাথে স্বনির্ভর কুষ্টিয়া গড়ার মানসে আমি সর্ব সময় প্রতিষ্ঠানটির সাথে আছি এবং বেকার সমস্যার সমাধানে আমি সব সময় চেষ্টা চালাচ্ছি। আর এটা সম্ভব হয়েছে কুষ্টিয়াবাসীর সার্বিক সহযোগিতায়। আমি সকল সময় আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে আমার পরিবারের সদস্য মনে করি। আর সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালা কে খুশী রাখতে হবে। তাহলে দেশ ও প্রতিষ্ঠানের মঙ্গল হবে। তিনি বলেন, পিরবেশ বান্ধন, আধুনিক ও মানসম্পন্ন কেবল প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান হিসাবে অর্জিত সুনামের অংশীদার আজ এখানে কর্মরত সকল স্তরের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীগণ। আমরা শিল্প প্রতিষ্ঠানের স্বাভাবিক, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কর্ম সম্প্রদানের পাশাপাশি অর্জিত গৌরব ও উন্নয়নের ধারাকে আরো শাণিত করে জাতীয় ও আর্ন্তজার্তিক পর্যায়ে আমাদের অর্জন আরো সূদুর প্রসারী করতে চাই। আর এজন্য তিনি আবারো প্রতিষ্ঠানের সকল স্তরের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীগণসহ কুষ্টিয়াবাসী ও দেশবাসীকে সাহায্যো সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মওলানা এনামুল হক শাফী ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আ.ফ.ম নাজমুস সালেহীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর সভাপতি হাজী আবুল কাশেম, সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, লালন একাডেমীর সাধারন সম্পাপদক রেজয়ানুল ইসলাম মুকুল চৌধুরী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আশরাফ উদ্দিন নজু, নাসিব কুষ্টিয়া জেলা সহ-সভাপতি নিলুফা আকতার নাসরিনসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবি, ব্যবসায়ীসহ সুশিল সমাজের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া বিআরবি গ্রুপে চাকুরী থেকে অবসর ও চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তাদের পরিবারকে আজীবন সম্মাননা ও দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে যারা প্রতিষ্ঠানটিতে চাকুরী করে আসছিলেন তাদের মধ্যে ৩৭ জনকে নগদ টাকা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের এপিআরও আকরামুজ্জামান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন