শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার . “মানসিক অসুস্থতা কোন সমস্যা নয়, পরিবারের সেবায় তারা সুস্থ হয়” এ শ্লোগানের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় এডিডি ইন্টারন্যাশনাল ও কম্পন জেলা প্রতিবন্ধী ফেড়ারেশনের আয়োজনে এবং সিবিএম-এর সহাযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল¬াস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কুষ্টিয়া জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কম্পন জেলা প্রতিবন্ধী ফেড়ারেশনের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, মীর মোশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফয়জুর রহমান, তৃষ্ণা জেলা প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি সোহানা পারভীন টিপু, কুষ্টিয়া ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন এডিডি ইন্টারন্যাশনাল কুষ্টিয়ার ফিল্ড টেইনার মেন্টাল হেলথ্ প্রজেক্ট কহিনুর বেগম। আরো বক্তব্য দেন কম্পন জেলা প্রতিবন্ধী ফেড়ারেশনের মোবিললাইজার মাহাফুজা আক্তার শাপলা, আলোর সন্ধান প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি চাঁদ আলী। কোরআন তেলাওয়াত করেন মেন্টাল হেলথ্ প্রজেক্ট’র ইপিলিপস রোগী রাফাত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন পিএসপিআর প্রজেক্ট এডিডি ইন্টারন্যাশনাল’র রোকেয়া সুলতানা ময়না। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান বলেন, মানসিক অসুস্থ রোগীদের সমাজের বোঝা ভাবা ঠিক নয়। তারা আমাদেরই আপন জন। মানসিক অসুস্থ হলেও তারা মানুষ, এদের প্রতি মমতা দেখাতে হবে। মানসিক অসুস্থ ব্যাক্তিরা আমাদের সমাজেরই অংশ। মানসিক অসুস্থ ব্যাক্তিদের প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। সব ক্ষেত্রে একজন ভাল মানুষের মতো সুযোগ সুবিধা দিতে হবে এদের। যেকোন প্রতিষ্ঠানে অগ্রধাকিার ভিত্তিতে এসব মানসিক রোগীদের এগিয়ে নিতে হবে। তিনি বলেন, মানসিক রোগীদের জন্য কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন তা করতে আপ্রাণ চেষ্টা চালানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন