শনিবার, মার্চ ০১, ২০১৪

দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ১১ বাংলাদেশি আটক

আরিফুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া-ভাঙাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- দুলাল (২০), সেন্টু (২৫), রবি মন্ডল (৫৫), আকবর আলী (৬০), সেন্টু (২০), রাকিবুল ইসলাম (১৯), শিমূল হোসেন (১৯), আরিফুল ইসলাম (১৮), আফজাল হোসেন (৩৫), কদম বিশ্বাস (৪০) ও জাফর ইকবাল (২৪)। তাদের বাড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া-ভাঙাপাড়া গ্রামে। বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানের উদ্দেশে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল পাকুড়িয়া-ভাঙাপাড়া সীমান্তের ১৫৩-৭৩ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবির টহলরত দল। এ সময় ভারতে প্রবেশ করার সময় ১১ জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে শতাধিক বিজিবি সদস্য পাকুড়িয়া-ভাঙাপাড়া গ্রামে প্রবেশ করে বাড়ি বাড়ি তলল¬াশী করে ১১ জন গ্রামবাসীকে আটক করে নিয়ে যায়। রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক জানান, বুধবার বিকেলে পাকুড়িয়া-ভাঙাপাড়া সীমান্তে বিজিবির টহল দলের উপর মাদক চোরাকারবারীরা হামলা চালানোর জের ধরে বিজিবি সদস্যরা ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় দিয়েছে। ৩২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার বলেন, কোন ঘটনার জের ধরে বা বাড়ি তল¬লাশী করে তাদের আটক করা হয়নি। আটককৃতরা চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। এলাকাবাসী বিষয়টিকে ভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, আটককৃতদের পার্সপোট আইনে মামলা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন