শুক্রবার, মার্চ ২১, ২০১৪

শান্তিপূর্ণ পরিবেশে কুমারখালী জগন্নাথপুর উপ-নির্বাচন সম্পন্ন বিশাল ব্যাবধানে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুনার বিজয়

শরীফুল ইসলাম, কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিশাল ব্যাবধানে বিএনপি সমর্থিত প্রার্থী উম্মে সালমা রুনা বিজয় লাভ করেছে। গতকাল সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ৯টি ভোট কেন্দ্রের ৩৭টি বুথে এ ভোট গ্রহণ চলে।  উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩জন প্রার্থী। এর মধ্যে জগনাথপুর ইউনিয়ন পরিষদের নিহত চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমানের সহধর্মীনি ও বিএনপি মনোনিত প্রার্থী উম্মে সুমাইয়া রুনা তালা প্রতীক নিয়ে ৫হাজার ১শ ৮৬ ভোট পেয়ে বিজয়ী লাভ করে। তার নিকটতম প্রতিদন্দি আ’লীগ মনোনিত প্রার্থী আব্দুল¬া আল বাদশা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮শ ৬৫ ভোট। এছারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে খন্দকার আতিকুল ইসলাম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ ৯৫ ভোট। প্রতিদ্বন্দিতা করছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিলো ১৪ হাজার ৪শ ৭৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭হাজার
৪শ ৭৭ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৯শ ৯৬ জন। এর আগে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেদিয়ে বৃহস্পতীবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহন সুষ্ঠ করতে মোতায়েন রাখা হয় ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সদস্যদের। উলে¬খ্য গত ৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষক দলের থানা কমিটির সাধারণ সম্পাদ মুন্সি রশিদুর রহমান নিহত হয়। এর পর ইউনিয়ন পরিষদটিতে চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন