বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০১৪

কুষ্টিয়ায় সাংবাদিকতার পথিকৃত কাঙ্গাল হরিনাথ স্মরণে চিঠি উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১১৮ তম মহা প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ২য় আন্তঃবিদ্যালয় চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ররুাল জার্নালিষ্ট সোসাইটি-বিআরজেএস এর উদ্যোগে এ উৎসব জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সকাল ১০ টায় চিঠি প্রদর্শনী বিকাল ৩ টায় আলোচনা সভা, সনদপত্র প্রদান, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে দেশের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের ৫৭৯ টি চিঠি স্থান পায়। এর মধ্যে সেরা চিঠির জন্য ২০ জনকে ক্রেষ্ট সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এর আগে আলোচনা সভায় বাংলাদেশ ররুাল জার্নালিষ্ট সোসাইটি-বিআরজেএস সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, দৈনিক কুষ্টিয়া প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মজিবুল
শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক স্বর্ণযুগ প্রত্রিকার সম্পাদক জামিল হাসান খোকন, দৈনিক আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজা আক্তার ডিউ, জেলা আইনজীবি সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা প্রমুখ। অনুষ্ঠানে আলোচক ছিলেন গবেষক লালিম হক, জাফর আহমেদ, খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আরশীনগর পত্রিকার বার্তা সম্পাদক ইমাম মেহেদী। অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন পরিবেশবিদ গৌতম কুমার। স্বাগত বক্তব্য দেন বিআরজেএস এর কো-অডিনেটর মারুফ রহমান ও মাহমুদ হাসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন