বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০১৪

গাংনীতে যুবলীগ নেতা’র বাড়ি থেকে মটরসাইকেল চুরি। আনারুল ব্রিকসে চাঁদাবাজদের সাথে গুলি বিনিময়,

মোঃ এনামূল হক,গাংনী থেকে : গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলামের বাড়ি থেকে পালসার মটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে মজিরুল ইসলামের চৌগাছার বাড়ির গ্রীল কেটে চোরের দল মটরসাইকেলটি নিয়ে যায়। যুবলীগ নেতা মজিরুল ইসলাম জানান, আমি ঢাকা থেকে ভোর রাতের দিকে বাড়ি ফিরে দেখি ঘরের গ্রীল কাটা। ঘরের মধ্যে আমার এবং জামাইয়ের ২ টি মটরসাইকেল ছিল। জামাইয়ের মটরসাইকেলটি চোরের দল না নিলেও পালসার গাড়িটি নিয়ে গেছে। তবে আমার ধারনা, শুধু গাড়ি নেওয়ার জন্য তারা আসেনি। আমার উপর হামলা করাই তাদের মুল লক্ষ ছিল। তিনি আরো বলেন, রাত ১২ টা ৪৭ মিনিটের সময় এবং রাত দেড় টার সময় আমার মেয়ে সঞ্চিতার কাছে একটি মোবাইল থেকে কল এসেছিল। ধরানা করা হচ্ছে এটি কোন দূর্বৃতের মোবাইল কল। এ ব্যাপারে গাংনী থানায় সাধারণ ডাইরি করার প্রস্তুতি চলছে। এদিকে একই রাত ১১ টার দিকে বাঁশবাড়িয়া চিৎলা রোডের মাঠের মধ্যে আনারুল ব্রীকফিল্ডে চাঁদা নিতে এসে গোলাগুলির ঘটনা ঘটেছে। একসময় ভাটা মালিকের গুলির মুখে চাঁদা না নিয়ে পালিয়ে গেছে চাঁদবাজরা।  আনারুল ব্রিকসের মালিক আনারুল ইসলাম জানান, কয়েক দিন যাবৎ স্টার গ্রুপের পরিচয় দিয়ে একটি চাঁদাবাজ চক্র তিন দফায় ২ লাখ ২০ হাজার টাকা দাবী করে আসছে। তারা একটি ভিজিটিং কার্ডে লিখেছে, ভাটা নং -৬, কুষ্টিয়া-যশোর, চাঁদার পরিমান ২ লাখ ২০ হাজার দিয়েছে। সেখানে একটি মোবাইল নং (০১৮৫৯-৯৪১৯৫৩ ) লেখা রয়েছে।  তিনি জানান, চাঁদার টাকা না পেয়ে সোমবার রাত ১১ টার দিকে ঐ চাঁদাবাজ চক্র তার ইটের ভাটায় প্রবেশ করার চেষ্টা করছিল। এসময় চাঁদাবাজদের লক্ষ করে পরপর ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে চাঁদাবাজরা পালিয়ে যায়। এসময় চাঁদাবাজরা পালিয়ে যায়। গাংনী থানার ওসি মোক্তার হোসেন সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো জানান ,চাঁদাবাজদের শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন