মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত : স্কুল ছাত্রসহ আহত ৮

স্টাফ রিপোটার : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফর্ড করা হয়েছে।  সোমবার কুষ্টিয়া শহরতলীর প্রতীতি বিদ্যালয়ের সামনে, দবির মোল্লার গেট  এবং বটতৈল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোমবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার দবিরমেল্লার গেটে তিন মোটরসাইকেল আরোহীকে একটি দ্রুত গামী ট্রাক চাপা দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুখসানা নামের এক কলেজ ছাত্রী। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, কুমারখালী উপজেলার হাবাসপুর এলাকার মহিউদ্দিন তার মেয়ে রুখসানা ও তার বান্ধবী তারাকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় যাচ্ছিল। দবির মেল্লার গেট এলাকার খালেকের ইটভাটার কাছে পৌছালে কুষ্টিয়া থেকে একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রুখসানার মৃত্যু হয়। নিহত রুখসানা উপজেলার হাবাসপুর এলাকার মহিউদ্দেনের মেয়ে ও কুষ্টিয়া সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত তারা ও কুষ্টিয়া সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে চৌড়হাস ফুলতলা থেকে মোটরসাইকেল যোগে কামারুজ্জামান (৪২) তার ছেলে আলিম (৮) নিয়ে প্রতীতি বিদ্যালয়ের আসছিলো। বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি বালি বোঝাই ট্রাক তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে স্কুল ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশংকাজনক। এদিকে এঘটনায় এলাকাবাসী আধাঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ
এসে আশ্বাস দিলে অবেরোধ তুলে নেয় ক্ষুব্ধ এলাকাবাসী।   কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  অপরদিকে কুষ্টিয়া শহরতলীর বটতেল এলাকায় ইজিবাইক ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা আমেনা খাতুন (৬২) ও গনজেরা খাতুন (৩৫) নামের ২যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুর দুইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত আমেনা খাতুন সদর উপজেলার কবুরহাট দোস্তপাড়া এলাকার মৃত আইনুদ্দিন মন্ডলের স্ত্রী ও গনজেরা একই এলাকার আবুল কাশের স্ত্রী। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, সোমবার দুপুরে কুবরহাট দেস্তপাড়া এলাকা থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথিমধ্যে বটতৈল এলাকায় এ দুর্ঘটনার শিকার হয় তারা। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন