শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

তিন দিনব্যাপী কুষ্টিয়া জেলা ইজতেমা শুরু

ধর্মপ্রান মুসলমানদের বৃহৎ সমাবেশ

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতীবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই আম বয়ান করেন ঢ্কাা কাকরাইলের কেন্দ্রিয় মারকাজ মসজিদের মুরব্বি আশরাফ আলী। ইজতেমায় শরিক হতে দেশের বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে মুসল্লিরা এসেছে। এসেছে বিশ্বের কয়েকটি দেশের বিদেশী মেহমান। ইজতেমায় প্রতিদিন আমবয়ান, ৬ ওসুল নিয়ে আলোচনা, ইজতেমা থেকে চিল্লায় যাওয়ার বিষয়ে নাম লেখানোসহ নানাবিধ আমল থাকবে। তাবলিগের ৬ ওসুল নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান থাকবে প্রতিদিনি। এই ইজতেমা থেকে কমপক্ষে ১০০ জামাত নগদে চিল্লায় বের হবে এমনই আশা জেলার মুরব্বিদের। এদিকে ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কুষ্টিয়ায় সর্বশেষ ১৯৯৩ সালে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছিল ইজতেমা। প্রায় দুই যুগ পর এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৩ ডিসেম্বর দুপুর ১২টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন