প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের জুগিয়া মডেল ভিলেজে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালীটি যুগিয়া মডেল ভিলেজ প্রতিরোধ অফিস চত্বর থেকে যুগিয়া মডেল ভিলেজ প্রদক্ষিণ করে যুগিয়া হাটপাড়াতে উপস্থিত হয়। র্যালী শেষে পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি সমন্বয় কমিটির উদ্যোগে ক্রীয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ইয়ূথ গ্র“প, কিশোর কিশোরী ও ফ্যামিলীক্লাবের সদস্যবৃন্দ। ক্রীয়া প্রতিযোগিতা শেষে বেলা ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভা পতিত্ব করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য অনন্ত কুমার দাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শিলা রানী বসু কুষ্টিয়া জর্জকোর্ট ও মিনু রানী বিশ্বাস শিক্ষিকা কুষ্টিয়া মিশন স্কুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নার্গিস রহমান। আরও বক্তব্য রাখেন জামিরুল ইসলাম, আবুজাফর পারিবারিক
সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪
এইডস প্রতিরোধে কুষ্টিয়ায় লাইট হাউজের উদ্বুদ্ধকরণ সভা
স্টাফ রিপোটার : এইডস প্রতিরোধে কুষ্টিয়ায় লাইট হাউজের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের কোর্টপাড়াস্থ মীর মোশাররফ স্কুলের সামনে অবস্থিত লাইট হাউজের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সিভির সার্জন মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কুষ্টিয়া মডেল থানার এসআই আশরাফুল ইসলাম, এএসআই জাহাংগীর আলম, সিম্যাক ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক আমিনুর রহমান তুহিন, লাইট হাউজ কুষ্টিয়ায় ডিআইসি ম্যানেজার আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লাইট হাউজ এসপি সিক্স্র পোগ্রাম কুষ্টিয়ায় ডিআইসি ম্যানেজার এসএম মহিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উপরে বর্নিত এলাকায় বসবাসকারী সুই সিরিঞ্জের মাধ্যমে নেশা গ্রহনকারী জনগোষ্ঠি যেন এইচ আইভি এবং অন্যান্য যৌন রোগে
রাজবাড়ী সরকারী বিদ্যালয়ের ২৩ শতাংশ জমি ৪০ বছর যাবৎ বেদখল সুপ্রিম কোর্টে হারার পরও জমি ছারতে নারাজ জনৈক আনোয়ার হোসেন
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের পুর্ব পাসের পুকুর পারের ২৩ শতাংশ জমি দির্ঘ্য ৪০ বছর যাবৎ বেদখল হয়ে আছে মামলার বেরাজালে। এই দির্ঘ্য সময় মামলা চলার পর মুন্সুফ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরেও জনৈক মামলাবাজ আনোয়ার হোসেন দখল করে আছে। জানা গেছে অনেক দিন যাবৎ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ২৩ শতাংশ জমি নিয়ে আনোয়ার হোসেনের সাথে মামলা চলছে। এই মামলায় সবগুলো কোর্টে জিতেও দখল পাচ্ছে না সরকারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বরং বিদ্যালয় বাওন্ডারীর ভিতরে বহাল তবিয়তে স্ব-পরিবারে বসবাস করছেন আনোয়ার হোসেন। যদিও ২০০৫ সালে দেশের সর্ক্ষোচ্চ আদালতে তিনি হেরেছেন। এ ব্যাপারে মামলাবাজ আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি একাধিক সাংবাদিকের সামনে গড় গড় করে বলতে থাকে যদিও আমি সব গুলো মামলায় হেরেছি সামনে কোন মামলা করলেও হারব তবুও আমার এত বড় সম্পদ ছারা সম্ভব নয়। তিনি আইনের বিভিন্ন ফাক ফোকর উল্লেখ করে বলেন আইনগত ভাবে আমাকে উচ্ছেদ করতে হলে আরো অনেক বছর সময় লাগবে। এ নিয়ে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান,আনোয়ার হোসেন একজন মামলা বাজ লোক তিনি আমাদের জমি দখল করে আবার আমাদের নামেই মামলা দিয়ে রেখেছে যাতে বিদ্যালয় কর্র্তপক্ষ কোন স্থাপনা করতে না পারে। আদালতে করা সব গুলো মামলায় জয় পাবার পরও আমরা জমির দখল পাচ্ছিনা। দখলি জমির পরিমান ২৩ শতাংশ যার ৮ শতাংশ বিদ্যালয় মামলায় জিতার পর দখল পেয়েছে বাকি ১৫
খলিসাকুন্ডি মাদক ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান
খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাদক ব্যবসা ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান ব্যাপক। এলাকা ঘুরে দেখা গেছে গত কয়েকদিনে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের এস.আই মামুন ও তার সঙ্গিও ফোর্সের অভিযানে মাদক ব্যবসা ও সেবনকারীর সংখ্যা অনেকটা কমে গেছে এবং খলিসাকুন্ডির বিভিন্ন স্থান থেকে খলিসাকুন্ডি বাজার পাড়ার আয়ুব আলীর ছেলে মুন্টু(২৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোলাপনগর গ্রামের মানা মল্লিক এর ছেলে সাইফুল(২৫) ও শফিকুল ইসলামের ছেলে রিপন(২৪), হেমায়েতপুরের মজিবূল হক মাষ্টারের ছেলে আসাদকে (২৫) সহ আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা সস্তি ফিরে এসেছে।কিছু দিন আগেও খলিসাকুন্ডি গ্রামের বিভিন্ন স্থানে ডাকাত ও মাদক ব্যাবসায়ীরা বেপরোয়া হয়ে উঠে ছিল। এ কারনে গ্রামবাসি দিনের পর দিন হতাসার মধ্যে সময় কাটাচ্ছিল এমনকি গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি পর্যন্ত নিয়েছিল অনেকেই। ঠিক সেই সময় মাদক ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান ব্যাপক হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা সস্তি ফিরে এসেছে। ভাম্যমান আদালত আটককৃতরা খলিসাকুন্ডি বাজার পাড়ার আয়ুব আলীর ছেলে মুন্টুকে ২মাস কারাদ ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোলাপনগর গ্রামের মানা মল্লিক এর ছেলে সাইফুল ও শফিকুল ইসলামের ছেলে
বালিয়াকান্দিতে বৈধস্বত্বের দাবীতে ৩৭জনের বিরুদ্ধে আদালতে মামলা
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে বৈধ স্বত্বের দাবীতে আদালতে মামলা দায়ের করেছে। জানাগেছে, উপজেলার নারুয়া গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের পুত্র কন্যারা জমির বৈধ স্বত্বদাবী করে ওমর আলী সহ ১০ জন বাদী হয়ে ঘোষনা মূলক ডিগ্রী পাওয়ার নিমিত্তে একই গ্রামের মৃত ইয়ার উদ্দীন মুন্সীর পুত্র আঃ হাই মুন্সীকে প্রধানসহ ৩৭ জনকে অভিযুক্ত করে রাজবাড়ী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে অবৈধ কাগজ তৈরী কারকদের বিরদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়েছে ২০১৪ সালের ২৫ জানুয়ারী নারুয়া গ্রামের ইয়ার উদ্দীন মুন্সির পুত্র আব্দুল হাই মুন্সি,আব্দুস সালাম মুন্সি, আব্দুস কালাম মুন্সি, আবু সাইদ রেজা মুন্সি,ডালিয়া পারভীন এসএ ২৮২ নং খতিয়ান উল্লেখে আর এস ৮০৪ নং দাগের ৯ শতাংশ সহ অন্যান্য সম্পত্তি
ফসলের লাভজনক মূল্য নির্ধারণের দাবীতে রাজবাড়ীতে কৃষক বন্ধন
রাজবাড়ী প্রতিনিধি : ধান,গম,পাট,ভুট্রা,সবজিসহ ফসলের লাভজনক মূল্য নির্ধারণ,ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু এবং সার,বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য হ্রাসসহ ৭ দফা দাবীতে রাজবাড়ীতে কৃষক বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কৃষক বন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক নেতা আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মন্ডল,কৃষক নেতা হাজী জামাল প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত
বালিয়াকান্দি উপজেলা নিবার্হী অফিসার কামরুল হাসান বিশেষ প্রশিক্ষনে ভারতে গমন
রাজবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনের ৪০ জন দক্ষ অফিসারকে বিশেষ প্রশিক্ষনের জন্য ভারতে পাঠানো হয়েছে। ওই ৪০ জন অফিসারের মধ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নিবাহী অফিসার কামরুল হাসান সম্প্রতি তিনি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনকারী স্থান দখল করে নিয়েছেন। তারা রবিবার সকালে ১৫ দিনের প্রশিক্ষনে ঢাকা থেকে রওনা হয়েছেন। ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমী অব এ্যাডমিষ্টেশন মুসৌরীতে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)