বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৩

কুষ্টিয়ায় আদর্শ রেজিষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক র‌্যালী

ষ্টাফ রিপোর্টার : গতকাল বুধবার উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে, আমার অধিকার ক্যাম্পেইন এর সহযোগিতায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অভিভাবক ও এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধি ও অধিকার সংরক্ষণ বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার সদর উপজেলার আওতায় ৭নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ রেজিষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ৭ নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠিত র‌্যালী উদ্বোধন করেন বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম এবং আদর্শ রেজি. সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালী উদ্বোধন করেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সহ - সভাপতি জনাব মো: শিহাব. “সন্তানের বয়স যখন ছয়, স্কুলে পাঠাতে আর দেরী নয়” “স্কুল মোরা ছাড়বোনা, ঝরে আর পরবোনা” “শিক্ষকদের যথার্থ মূল্যায়ন চাই” “হাসবো খেলবো, নিয়মিত স্কুলে যাবো” “শিক্ষা - শিক্ষা- শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই” ইত্যাদি শ্লোগানে মূখরিত হয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্কুল কমিটির সদস্য, পিটিএর সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক সহ র‌্যালী স্কুল ক্যাচমেন্ট এরিয়া ও শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে সমাপ্ত হয়। র‌্যালী শুরুর পূর্বে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অভিভাবক ও এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধি ও অধিকার সংরক্ষণ বিষয়ক র‌্যালীর মূল উদ্দেশ্য বর্ননা করেন উলাসী সৃজনী সংঘের সমন্বয়কারী সুলতানা রাজিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন