বুধবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৩

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : ‘ক্রীড়া দেয় সুস্থ মন সবল দেহ’ এই স্লে¬াগানকে সামনে রেখে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মীর মোশাররফ হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. মুহাঃ জমির উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ কাজী মনজুর কাদির। কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দের পরিচালনায় কলেজের একাদশ থেকে সম্মান শ্রেণীর সকল ছাত্রীদের উপস্থিতি এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রীরা দৌড়, চাকতি ও গোলক নিক্ষেপ, দীর্ঘ ও উচ্চ লাফ, দাবা, ক্যারাম, সাইকেল রেস, ব্যাডমিন্টন, যেমন খুশি তেমন সাজো ও চোখ বেঁধে হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন