শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৩

কুমারখালী বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আলোচনা সভা

 বর্তমান সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়----সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুমারখালী থানা ও পৌর বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর সাথে আলোচনা সভা করেছেন বিএনপির জাতীয় নির্বহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।  গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, পুলিশ দিয়ে বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দর উপর হামলা মামলা করে বাকশালী গণতন্ত্রের দিকে হাঁটছে সরকার। তারা বিরোধী দলের অস্তিত সহ্য করতে পারছে না। সর্বপরি বর্তমান সরকার দেশে কে গৃহযুদ্ধের পথে ঠেলে দিচ্ছে। তারা একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে চায়।
তিনি বলেন, মানুষ এ সরকারের শাসনামলে একবারে নিরাপদ নয়। বর্তমান সরকার দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। এ সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তত্ববধায়ক সরকার ব্যাবস্থা বাতিল করেছে। তিনি বলেন, বর্তমান সরকার একের পর এক মানুষ হত্যা করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাচ্ছে। তিনি বলেন, দেশকে বাচাতে এখন একটাই পথ তা হলো নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন।তিনি আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুমারখালী থানা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর প্রতি আহবান জানান।
আলোচনাসভায় কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড.গোলাম মহাম্মাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কেএম আলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল ওয়াদুদ মিয়া, অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মুন্
সি রশিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, মামুনুর রশিদ মামুন, কুমারখালী থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাধারন কেএম সিরাজুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম হাফিজ পিপুল, জেলা তৃণমূলদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাঈম, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন বাবু, কুমারখালী পৌর কৃষকদলের সভাপতি আকরাম হোসেন আরজু প্রমুথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন