শনিবার, সেপ্টেম্বর ২১, ২০১৩

দৌলতপুরে আ‘লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামীলীগ নেতাদের চাঁদা না দেয়ায় মিথ্যা অভিযোগে এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।মথুরাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য নাসিম উদ্দিন ঝন্টু ও তার পরিবার অভিযোগে জানায়, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাড়– হাজী ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজাউল মাষ্টার ও কাবের উদ্দিন বিভিন্ন অযুহাতে নাসিম উদ্দিন ঝন্টু‘র কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় ঐ আওয়ামীলীগ নেতারা দৌলতপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করলে কোন তদন্ত ছাড়াই ইউপি সদস্য নাসিম উদ্দিন ঝন্টু কে শুক্রবার দুপুরে দৌলতপুর থানার এস আই মহসীন গ্রেফতার করে। কি কারনে ইউপি সদস্যকে গ্রেফতার করা হলো এস আই মহসীন তাৎক্ষনিক কোন কারণ জানাতে পারেনি। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি অবগত নয় বলে জানান। কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম জানান, কিছু পুলিশ সদস্যের (এস আই মহসীন কে উদ্দেশ্য করে) খাম খেয়ালীর কারনে পুলিশের ভাবমুর্তি খুন্ন হচ্ছে। এলাকাবাসী জানায়, এস আই মহসীন ২০০৩ সালে দৌলতপুর থানায় থাকা কালীন বিভিন্ন অপকর্মের ফলে পুলিশ বিভাগ তাকে বরখাস্ত করেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন