রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৩

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মডেল থানা শহরের চর আমলাপাড়ায় অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে আটককৃত মাদক ব্যবসায়ী বাদশাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ এ রায় প্রদান করে। জানা যায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের চর আমলাপাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১২টার দিকে মডেল থানার এ এস আই রেজাউল ইসলাম অভিযান অভিযান ৯ পুরিয়া গাঁজাসহ বাদশা মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২(খ) ধারা অনুয়ায়ী বাদশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত বাদশা মিয়া শহরের চর আমলাপাড়া এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন