রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৩

অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৩ ব্যবসায়ী সর্বশান্ত : হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার : পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়েছে ৩ ব্যবসায়ী। বর্তমানে ওই ৩ ব্যবসায়ী অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া ইউনিয়নের আমতলি গ্রামের পিঁয়াজ ব্যবসায়ী সাইদুল ইসলাম (৪৫) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার পদুন গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২৭) ব্যবসায়ীক কাজে বগুড়া থেকে তুহিন পরিবহনের একটি বাসে ওঠে। পথিমধ্যে দাশুড়িয়া মোড় থেকে হকারের ছদ্মবেশে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের মুড়ি ও শরবত খাওয়ালে ওই দুই ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে অন্য দুই ব্যবসায়ী তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপরদিকে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার তবারক মন্ডলের ছেলে কলা ব্যবসায়ী আবু তালেব (৫০) অজ্ঞান পার্টির খপ্পড়ে সর্বশান্ত হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। উলে¬খ্য, সম্প্রতি কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। হরহামেশায় তাদের শিকার হচ্ছে ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন