শনিবার, অক্টোবর ১২, ২০১৩

কেন্দ্রিয় সভাপতিসহ নেতৃবৃন্দের মৃক্তির দাবীতে

কুষ্টিয়া সদর ও কুমারখালীতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

ষ্টাফ রিপোটার : কেন্দ্রিয় সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারী আনিসুজ্জামানসহ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলা শাখার উদ্যেগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেছে।
গতকাল বিকালে ভাদালিয়াস্থ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কুষ্টিয়া সদর থানা শাখার কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া সদর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া সদর থানা শাখার সভাপতি মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কুষ্টিয়া সদর থানা শাখার সভাপতি মুফতি বশির উদ্দিন, প্রধান মেহমান ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতা মুফতি মুখতারুজ্জান, প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ওমর ফারুক।

বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক নাজমুস সালেহীন, সাবেক প্রশিখ্যন সম্পাদক নাজমূল হাসান, সদর থানা শাখার সহ-সভাপতি আবু মুছাসহ অনান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার সম্পুন্ন অন্যায়ভাবে কেন্দ্রিয় সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারী আনিসুজ্জামানসহ নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। কিš ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেল জুলুম হুলিয়াকে ভয় পায় না।
বক্তরা অবিলম্বে নেতৃবৃন্দর মুক্তি দাবী করেন অন্যাথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করা হবে।
এদিকে কুষ্টিয়ার কুমারখালী শহরে অনুমতি না পাওয়ায় উপজেলা চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখা গ্রেফতারকৃত কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। গতকাল সকাল ১০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে নির্ধারিত সময়ের আগেই ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপজেলা পরিষদ চত্বরে সমাবেত হতে থাকে। বিক্ষোভ শুরুর আগেই স্থানীয় পুলিশ প্রশাসন বিক্ষোভ কর্মসূচী পালনে বাধা দেওয়ায় সেখানেই সমাবেশ ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচী সমাপ্ত করে। ঢাকা মহানগর (উত্তর) শাখা ইশা’র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন। উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্ত্বে ডাঃ মোঃ গোলাম সরোয়ার প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন । ইশা আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারী শরিফুলের পরিচালনায় সমাপ্ত সমাবেশে মুফতি আব্দুস সালাম দোয়া ও মোনাজাত করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন