শনিবার, অক্টোবর ১২, ২০১৩

উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া আদর্শ লাইব্রেরী নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া আদর্শ লাইব্রেরী নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোর্টপাড়াস্থ কুষ্টিয়া আদর্শ লাইব্রেীর নিজস্ব ভবনে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বচনে ভোটার ছিলো ২শ ৫৬ জন ভোট পোল হয় ২শ ২৮টি। ১৬ পদের বিপরিতে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদদ্বিতা করে। এদিকে নির্বাচনে ১শ ৪৬ ভোট পেয়ে বই প্রতিকে এ্যাড. মতিয়ার রহমান, ১শ৪২ ভোট পেয়ে চেয়ার প্রতিকে হাজী মোঃ হায়দার আলী, ১২১ ভোট পেয়ে বাই-সাইকেল প্রতিকে মোঃ রেজাউল করিম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৩৭ ভোট পেয়ে ছাতা প্রতিকে শহিদুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩৮ ভোট পেয়ে মাছ প্রতিকে বদরুল আলম লাল, ১২৮ ভোট পেয়ে মই প্রতিকে খান এ করিম অকুল যুগ্ম সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন। ১৩৪ ভোট পেয়ে কাঠাল প্রতিকে এনামূল হক পলাশ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩০ ভোট পেয়ে তালা চাবি প্রতিকে গোলাম মহাম্মাদ পালু দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩১ ভোট পেয়ে গরুর গাড়ি প্রতিকে ইমরান চৌধুরী সবুজ সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪৪ ভোট পেয়ে হারিকেন প্রতিকে নুর হেলাল বাচ্চু কোষাধ্যক্ষ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩৭ ভোট পেয়ে জগ প্রতিকে জাহিদুল ইসলাম বাবু, ১৪৬ ভোট পেয়ে চশমা প্রতিকে নাজমূল আলম খান লিটন, ১৩২ বোট পেয়ে আনিসুল আজাদ বাদশা, ১৪২ ভোট পেয়ে শেখ রইচ উদ্দিন শাহিন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এছারা ১৩৩ ভোট পেয়ে কুলা প্রতিকে আনোয়ারা পারভিন ও ১২৮ ভোট পেয়ে ময়ুর প্রতিকে সাহিদা রহমান মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে এ্যাড. সিরাজুল ইসলাম বিনা প্রতিদদ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর ইসমাইল হোসেন ও এ্যাড.রিমন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন