বুধবার, জুলাই ১৬, ২০১৪

থানার সোর্স যখন হাজতে!

মনিরুল ইসলাম মনি, খোকসা : থানায় তথ্য সরবরাহ করে এতদিন মানুষকে হাজতে আটকাতো খোকসা থানার সোর্স ও চৌকিদার আব্দুর রাজ্জাক (৩৫)। কিন্তুু বিধি বাম! ক্ষমতার অপব্যবহারের এখন সে নিজেই হাজতে।  সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার খোকসা থানার ওপেন হাউস ডে’র মাসিক সভায় রাজ্জাকের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ দিয়ে বক্তব্য রাখেন খোকসা পৌর মেয়র আনোয়ার আহম্মেদ তাতারী। তখনই অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ খোকসা থানার ওসিকে প্রমাণ সাপেক্ষে রাজ্জাককে আটক করার নির্দেশ দেন। বিকেলে সোর্স রাজ্জাককে খোকসা থানা পুলিশ আটক করে হাজতে প্রেরণ করে। উল্লেখ্য রাজ্জাকের বিরুদ্ধে সাধারণ জনগণের পাহাড়সমান অভিযোগ। রাজ্জাক বিভিন্ন সময় থানায় ভুল তথ্য দিয়ে নিরীহ লোকদের হয়রানি করতো। মাসোয়ারা না দিলেই রাজ্জাকের হাত থেকে আর রক্ষা নেই। এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, আমরা এসপি মহোদয়ের নির্দেশে রাজ্জাককে আটক করি। তদন্ত সাপেক্ষে রাজ্জাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন