রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

পাংশায় ভাইস চেয়ারম্যান হত্যার অন্যতম ১ আসামী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথুলি গ্রামে অভিযান চালিয়ে ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন হত্যা মামলার অন্যতম আসামী সেলিম হোসেন প্রামানিক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হন। জানা যায় ২১ নভেম্বর পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নাদের হোসেন বাড়ি থেকে খাবার খেয়ে পাংশা শহরের উদ্দেশ্যে আসার পথে কাচারীপাড়া হাট সংলগ্ন একটি নির্জন এলাকা থেকে সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে তিনি গুরুতর আহত অবস্থায় প্রথমে পাংশা হাসপাতালে ও পরে ওই  রাতে ফরিদুপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার বড় ভাই মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মুন্সী বাদী হয়ে ১০ জনকে এজাহারভুক্ত আসামী ও ৫-৬জনকে অজ্ঞাত করে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ভাইস চেয়ারম্যান হত্যা মামলার আসামীদের ধরতে জেলা সহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গা থেকে পাংশার হাবাসপুর চরাঞ্চলের অস্ত্র ও মাদক ব্যবসায় সম্পৃক্ত এবং ভাইস চেয়ারম্যান হত্যা মামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম ও নিজে ঘটনাস্থলে থেকে নেতৃত্বদানকারী এলাকার কাচারীপাড়া গ্রামের ওয়াজেদ আলীর সন্ত্রাসী ছেলে সেলিম হোসেন (২২)কে চুয়াডাঙ্গার উথুলি গ্রাম থেকে পুলিশের চিড়–নি অভিযানে গ্রেফতার হয়। এ ব্যাপারে পাংশা থানার
ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান আমার নেতৃত্বে একদল পুলিশ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় অভিযান চালিয়ে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান হত্যাকান্ডের সাথে জড়িত ৫নং এজাহারভুক্ত আসামী সেলিম হোসেন প্রামানিককে গ্রেফতার করেছি বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন