রবিবার, নভেম্বর ৩০, ২০১৪

দেশ-বিদেশের ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামীলীগের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামীলীগকে ধক্ষংস করতে আজ দেশের মধ্যে ও বিদেশে ষড়যন্ত্র চলছে। আওয়ামীলীগের মধ্যে বিভেদ সৃষ্টির পরিকল্পনা চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামীলীগের মধ্যে কোন দলাদলি না করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যেতে হবে। দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা কমিটি করা হচ্ছে। কমিটি করতে গিয়ে যাতে বিরোধের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন। শনিবার বালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মন্টুর সভাপতিত্বে ও কাউন্সিল পরিচালনার কমিটির আহবায়ক হাসানুজ্জামান বিশ্বাসের পরিচালনায় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল
হান্নান মাষ্টার, সাধারন সম্পাদক সামছুল আলম সুফি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সহ-সভাপতি ও জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সম্পাদক বাসন্তী স্যানাল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ কাদের মোল্যা, সনজিৎ রায়, আয়ুব হোসেন, ক্ষিরোধ বরণ বসু , আবুল কালাম আজাদ প্রমুখ। অতিথির বক্তৃতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতা গ্রহনের পর দেশ আজ স্ব-নির্ভরতার দিকে ধাবিত হচ্ছে। রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ, হাসপাতাল, উপজেলা পরিষদ, মসজিদ, মন্দির , স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন