সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

সৈয়দ মাছ উদ রুমী কলেজের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবনযাপন

উচ্চ আদালতের আদেশ অবজ্ঞা করে বেতন না দেওয়ার অভিযোগ রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজারের বিরুদ্ধে


স্টাফ রিপোর্টার : নানা সমস্যার মধ্যে পরিচালিত হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ মাছ-উদ-রুমী কলেজ। এর মধ্যে উচ্চ আদালতের আদেশ অবজ্ঞা করে বেতন ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ বিরুদ্ধে। আর এতে করে মানবেতর জীবন যাপন করছেন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ। কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন মোঃ সেলিম জানান, উচ্চ আদালতের আদেশ অবজ্ঞা করে কোন রকম যুক্তি সংগত কারন ছাড়া রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ ও অফিসার মোতাহার হোসেন তাদের পেশী শক্তি খাটিয়ে প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর অক্টোবর মাসের বেতন ভাতা আটকিয়ে রেখেছেন। তিনি আরো বলেন, অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর পরলেও ম্যানেজার বেতন ভাতাদী বিতরণ না করায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন উত্তোলন করতে পারছেন না। এদিকে একটি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ জুলাই কলেজে বেআইনি ভাবে একটি এডহক কমিটি হওয়ায় মহামান্য হাইকোর্ট এডহক কমিটিকে বেআইনি ও অবৈধ মর্মে রুল ও ৬ মাসের স্থগিতাদেশ দেন। পরবর্তিতে চেম্বার জজ আদালত, স্পেশাল চেম্বার জজ আদালত পেরিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজগর আলীর পিটিশন খারিজ করে স্থগিতাদেশ বহাল রাখে। কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন মোঃ সেলিম জানান, এ আদেশের পরিপেক্ষিতে রুপালী ব্যাংক কুষ্টিয়া লিগ্যাল এ্যাডভাইজার খন্দকার মাহবুব উর রহমান পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সৈয়দ মেহেদী আহমেদ রুমী কলেজ পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব
পালন করতে পারবেন বলে জানান। এর পরেও বেতন ভাতা বিল ছাড় না করায় রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ বরাবর মহামান্য হাইকোর্ট থেকে উকিল নোটিশ প্রদান করা হয়। এ বিষয়ে রুপালী ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানান, হেড অফিসের সিদ্ধান্তের সুনির্দিষ্টতা না পাওয়ায় বেতন প্রদানে দেরি হচ্ছে। সুনির্দিষ্টতা পেয়ে গেলে বেতন প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন