শুক্রবার, এপ্রিল ২৫, ২০১৪

রেনউকের ১৫০ বছরের পুরনো গাছ কাটার ঘোষনায়

ব্যাবস্থপনা পরিচালকের সাথে বৈঠক করলো আন্দোলনকারীরা ॥ গাছ না কাটার অঙ্গীকার

ষ্টাফ রিপোটার ॥ কুষ্টিয়ার মানুষের চিরচেনা বিনোদনের স্থান রেইনউইকে অবস্থিত ১৫০ বছরের পুরনো ৬টি গাছ কাটার ঘোষনা কে কেন্দ্র করে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হওয়ার পর গাছ রক্ষার আন্দোলনকারীরা বৈঠক করেছে রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সাথে। বৃহস্পতীবার বেলা ১১ টায় ব্যাবস্থাপনা পরিচালকের রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক, পািখ রক্ষা সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অফিসের বাইরে আম জনতার ব্যানারে রেনউকের গাছ রক্ষা আন্দেলনের প্রায় শতাধীক যুবক উপস্থিত ছিলো। এদিকে বৈঠকে রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, ৬ টি গাছ কাটার একটি দরপত্র দেওয়া হয়েছিলো পত্রিকায়। পরে সরকারি দামের চেয়ে অনেক কম দাম ওঠায় প্রতিষ্ঠানটি পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, যেহেতু কুষ্টিয়াবাসী চায় না এ গাছ কাটা হোক সেজন্য আমরা উপরের দপ্তরের সাথে কথা বলবো যাতে এসব গাছ না কাটা হয়। সেই সাথে আমি থাকা কালিন সময়ে যাতে এ গাছ কাটা না হয় এবং আমি যাওয়ার পরেও যাতে গাছ না কাটা হয় সেই ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। এসময় রেনউকের গাছ রক্ষা আন্দোলনকারী যুবকরা রেনউকের গাছের সাথে কিছু স্বৃতি ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সামনে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন গ্রীণ এ্যান্ড ক্লীন এর সভাপতি খলিলুর রহমান মজু, ইবির বাংলা বিভাগের প্রফেসর ড.সরোয়ার মূর্দেশ রতন, জ্যোতি ডেভল্পমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হাবিবা, বার্ড ক্লাবের এসআই সোহেল, পরিবেশ কর্মী আলাউদ্দিন আহমেদ, রেনউক গাছ রক্ষা আন্দোলন উদ্যোক্তা রেজওয়ান-এ-রাবক্ষী চৌধুরী রোজ, ফাদ শাহরীয়ার সোম্ম, রাকিবুজ্জামান সেতু, ইক্ষন কবির, ফাদ শাহরুখ, মোস্তাফিজুর রহমান সুমন, রফিকুর রহমান অভি, তুষার রতন, সাকিব রায়হান, শেখ হাসানুজ্জামান, শেখ নুরুজ্জামান, খন্দকার সাদ্দাম হোসেন সৌরভ, রকি হোসেন, মকসেদুল হক কল্লোলসহ রেনউকের অনান্য কর্মকর্তাবৃন্দ। পরে রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল
ইসলাম রেনউকের গাছ রক্ষা আন্দোলনকারীদের সাথে রেনউকের ১৫০ বছরের পুরনো গাছের নিচে ফটো সেশনে অংশ নেন।
উল্লেক্ষ সরকারি প্রতিষ্ঠান রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির নিয়ন্ত্রাধীন ১৫০ বছরের পুরনো গাছ গুলি বিক্রির জন্য গত ২৫ মার্চ দরপত্র আহ্বান করে। বন বিভাগের কর্মকর্তারা বাজার পর্যালোচনা করে সরকারিভাবে ৬টি বিশাল আক্রতির গাছ গুলির দাম নির্ধারণ করেন মাত্র ১০ লাখ ২৬ হাজার ৮৫২ টাকা।  ছয়টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয় দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ চার লাখ ৯৪ হাজার টাকার দরপত্র জমা দেয়। সরকারি দামের চেয়ে অনেক কম দাম ওঠায় প্রতিষ্ঠানটি পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গাছ কাটার ঘোষনায় কুষ্টিয়ার মানুষের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। বিবর্তনসহ পরিবেশবাদী অনান্য সংগঠন আন্দোলনের ঘোষনা দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন