শুক্রবার, এপ্রিল ২৫, ২০১৪

কুষ্টিয়ার রনি ও ইকু আইসক্রীম ফ্যাক্টরীসহ ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় আইসক্রীম ফ্যাক্টরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সকাল ১০ টায় বড় বাজার ও মজমপুরে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ ফয়জুল্লাহ।  অভিযানের শুরুতে ভ্রাম্যমান আদালত শহরের মজমপুরে অপরিচ্ছন্ন, অসাস্থকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে দন্ডবিধি ৪৩ ধারায় আইস দধি ভান্ডারকে ৪ হাজার টাকা ও নাজনিন হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করে। এদিকে একই ধারায়
বড় বাজারে রনি আইস ফ্যাক্টরীকে ২ হাজার ৫শ এবং ইকু আইস ফ্যাক্টারীকে ৩ হাজার টাকা জরিমানা রকরা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম এবং মডেল থানার এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন