শুক্রবার, এপ্রিল ২৫, ২০১৪

মুক্তির উদ্যোগে পারিবারিক নির্যাতন প্রতিরোধে কমিটি শক্তিশালী করনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মত বিনিময় সভা

গতকাল ২৪ এপ্রিল ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ১১ টায় পারিবারিক নির্যাতন প্রতিরোধে বাল্য বিবাহ, যৌতুক পারিবারিক সহিংসতা ও তৎসংলগ্ন আইন বিষয়ে পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি শক্তিশালী করণ লক্ষ্যে ইউনিয় পরিষদ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক আক্তার হোসেন তজিম। অতিথি ছিলেন নন্দলালপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউর রহমান খোকন। সভায় বক্তব্য রাখেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ও সমাজ সেবার বিশেষ অবদান রাখায় জয়িতা নির্বাচিত ফিরোজা বেগম। ইউপি সদস্য ও নারী নির্যাতন প্রতিরোধে কমিটির সদস্য দিলারা খাতুন, শৈপুকুরিয়া মডেল ভিলেজের সমন্বয় কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান লিয়াকত, শৈপুকুরিয়া জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস। সভায় সভায় উপস্থিত
ছিলেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মতিয়ার রহমান, শাকের আলী, নন্দলালপুর ইউপি সচিব কালাচাদ কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন মুক্তির কুমারখালী প্রোজেক্ট অফিসার খন্দকার মুস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন নন্দলালপুর ইউনিয়নের প্রোজেক্ট ফ্যাসিলিটেটর সালাউদ্দিন আহম্মেদ। সহযোগিতা করেন শৈপুকুরিয়া মডেল ভিলেজের ভলান্টিয়ার জরিনা খাতুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন